বলিউড অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। গুঞ্জন রটেছে, দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনেতা-প্রশিক্ষক রচিত সিং-এর সঙ্গে তিনি নাকি বাগদান সেরে ফেলেছেন। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবুও অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল এবং সোশ্যাল মিডিয়ার কিছু ইঙ্গিত থেকে মনে করা হচ্ছে, এই সম্পর্ক আর গোপন নেই।

 


প্রথমবার এই খবর সামনে আসে গায়িকা আকাসা সিং-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। তিনি হুমাকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি ভাগ করেন এবং লেখেন, “অভিনন্দন হুমা, জীবনের নতুন অধ্যায় শুরু হল।” মুহূর্তেই এই পোস্ট ছড়িয়ে পড়ে এবং জল্পনা তুঙ্গে ওঠে যে হুমা সত্যিই বাগদান করেছেন।


এর আগে একাধিকবার হুমা ও রচিতকে একসঙ্গে দেখা গিয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। সম্প্রতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়েতে তাঁরা যুগলে উপস্থিত হন। একই রঙের পোশাক, একে অপরের প্রতি স্বাচ্ছন্দ্য ভঙ্গি—সবই তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, রচিত সিং-এর জন্মদিনেও হুমাকে বিশেষ অতিথি হিসেবে দেখা যায়, যা এই জল্পনাকে আরও উস্কে দেয়।


রচিত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনয় প্রশিক্ষক। আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশলের মতো নামজাদা অভিনেতাদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন। শুধু প্রশিক্ষক নন, রচিত নিজেও অভিনয়ের জগতে পা রেখেছেন। সম্প্রতি তিনি ওয়েব সিরিজ 'কর্মা কলিং'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। জানা যায়, বহু বছর আগে শাহরুখ খান ও গৌরী খানের আয়োজিত এক পার্টিতেও হুমা ও রচিতকে একসঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল। তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়।

 

আরও পড়ুন:‘ছাভা’র পর বড়পর্দায় ফের মহারাষ্ট্রের সংস্কৃতি নিয়ে ফিরছেন পরিচালক, ‘পেত্নী’র পর এবার কোন কিংবদন্তির চরিত্রে শ্রদ্ধা?


এর আগে হুমা কুরেশি পরিচালক মুদাসসার আজিজের সঙ্গে চার বছর ধরে সম্পর্কে ছিলেন। তাঁদের সম্পর্ক বলিউড মহলে অনেকবার আলোচনায় আসে। তবে ২০২২ সালে হঠাৎ করেই সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর থেকেই হুমা নিজেকে কাজে ব্যস্ত রাখেন। বর্তমানে রচিত সিং-এর সঙ্গে তাঁর সম্পর্ক যেন নতুন এক অধ্যায় খুলে দিয়েছে।

 


ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন, হুমা পেশাদার জীবনে ভীষণ মনোযোগী। তাঁর নতুন ছবি 'বয়ান' ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। এই সিনেমাটি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএফএফ) ২০২৫ এবং বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। এই বিষয়ে আগে হুমা এক সাক্ষাৎকারে বলেন, “এটি এমন একটি প্রকল্প, যা আমার মনের খুব কাছের। ভারতীয় গল্পকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা আমার কাছে গর্বের।”

 


সব মিলিয়ে বলিউড মহল এখন সরগরম হুমা কুরেশি ও রচিত সিং-এর বাগদান নিয়ে। যদিও এখনও পর্যন্ত অনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা আসেনি, তাঁদের উপস্থিতি, কাছের মহলের ইঙ্গিত এবং সোশ্যাল মিডিয়ার আলোচনায় বিষয়টি অনেকটাই পরিষ্কার। তাই অনুরাগীরা এখন অপেক্ষা করছেন, কবে হুমা নিজেই প্রকাশ্যে এসে তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের কথা ঘোষণা করবেন।