বিদ্যা বালানকে দর্শক বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। প্রতিটি চরিত্রেই নিজেকে ফুটিয়ে তুলতে সক্ষম অভিনেত্রী।‌ তাই বিদ্যার অভিনীত প্রতিটি চরিত্রই দর্শকের মনে জায়গা করে রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এক ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করেছেন।

 


যেখানে তিনি সহ-অভিনেতার আচরণে অস্বস্তি বোধ করেছিলেন বলে জানিয়েছেন। তিনি জানান, দৃশ্যটি শুট করার সময় সহ-অভিনেতার আচরণ এতটাই অদ্ভুত লাগছিল যে তিনি শেষমেশ সরাসরি জিজ্ঞেস করেন, “তোমার কি কোনও প্রেমিকা আছে?”

 

আরও পড়ুন: 'সাইয়ারা' দেখে এ কী হাল হল শ্রদ্ধা কাপুরের? 'রামায়ণ'-এ 'উর্মিলা' হচ্ছেন ছোটপর্দার এই অভিনেত্রী?

 

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যা এক সাক্ষাৎকারে বলেন, “ঘনিষ্ঠ দৃশ্যের সময় আমরা একে অপরকে স্পর্শ করছিলাম। কিন্তু ছেলেটি একদমই চোখে চোখ রাখতে পারছিল না। ওর অস্বস্তি এতটাই বেশি ছিল যে মনে হচ্ছিল কিছু একটা লুকোচ্ছে।” 

 


তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছিল ও যেন সব সময় নিজেকে গুটিয়ে রাখছে। শেষে আমি আর থাকতে না পেরে সরাসরি বলি— ‘তোমার কি কোনও প্রেমিকা বা সঙ্গী আছে?’ তখন সে কিছুটা হেসে বলল, ‘না, কেউ নেই।’ তারপর থেকেই ও একটু স্বাভাবিক হয়।” বিদ্যা বালান বহুবার বিভিন্ন চরিত্রে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন। তবে তাঁর মতে, পর্দার এমন দৃশ্য শুট করার সময় দুই অভিনেতার মধ্যে পারস্পরিক সম্মান ও স্বচ্ছতা থাকা খুবই জরুরি।

 

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি নিয়ে মাস দুয়েক ধরেই ভারতীয় সিনেদুনিয়ায় শোরগোল। নতুন করে বলিউড বনাম দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির লড়াই যেন তুঙ্গে উঠেছে। এই প্রসঙ্গে সরব বহু বলি তারকা‌। এবার এই বিষয়ে মুখ খুললেন বিদ্যা বালানও।

 


এক সাক্ষাৎকারে বিদ্যার কথায়, "মায়েরা ঠিক কত ঘণ্টা কাজ করবেন, সেটা সত্যিই একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। কেউ যদি মা হিসেবে সময় বেঁধে কাজ করতে চান, সেটা একদম ন্যায্য দাবি। কারণ সদ্য মা হওয়া অভিনেত্রীদের ইন্ডাস্ট্রিতে কাজের সময় নিয়ে শিথিলতা থাকা দরকার। প্রতিটি ইন্ডাস্ট্রিতেই বর্তমানে এমন ব্যবস্থা করা হচ্ছে। যাতে নতুন মায়েদের কাজের জগৎ থেকে আমরা হারিয়ে না ফেলি। আর সেই প্রেক্ষিতেই নারীদের কাজের সময়সীমা ফ্লেক্সিবল হওয়া উচিৎ।" 

বিদ্যা আরও বলেন , "আমি এখনও পর্যন্ত মা হইনি বলে আমার অবশ্য ১২ ঘণ্টা কাজ করতে আপত্তি নেই। তাছাড়া আমি যে ধরনের সিনেমায় কাজ করি সেটা আট ঘণ্টায় শেষ করার মতো সামর্থ আমাদের নেই। আমি যেহেতু মা নই এবং পৃথিবীর সমস্ত সময় আমার হাতে রয়েছে, তাই ১২-১৩ ঘণ্টার শিফটেই কাজ করি, অসুবিধা হয় না।" 

 

প্রসঙ্গত, ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিদ্যা বালান। তেরো বছরের দাম্পত্যে এখনও পর্যন্ত কেন সন্তান আসেনি তাঁদের, তা নিয়ে যদিও কোনও মন্তব্য করতে দেখা যায় না বিদ্যাকে। তবে দীপিকার এই চর্চার মাঝে কি উঠে এল বিদ্যার মা না হতে পারার আক্ষেপ? এই গুঞ্জন ছড়িয়েছে নেটপাড়ায়।