বক্স অফিসে 'বাঘি ৪'-এর তেমন সাফল্য না পাওয়ার পর নিজের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন টাইগার শ্রফ! টাইগার শ্রফ নিজের মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন এক বিশাল অঙ্কে। রিয়েল এস্টেট রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, ফ্ল্যাটটির দাম দাঁড়িয়েছে ১৫.৬ কোটি টাকা।

 

 

 

 

 

ফ্ল্যাটটি মুম্বাইয়ের অন্যতম প্রিমিয়াম আবাসিক প্রকল্প ‘রুস্তমজি প্যারামাউন্ট’-এর ২২ তলায় অবস্থিত। প্রায় দুই হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টে রয়েছে প্রশস্ত কার্পেট এলাকা, বিল্ট-আপ স্পেস এবং একাধিক গাড়ি রাখার জায়গা। লেনদেনে ক্রেতা সানদীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন ৯৩.৬০ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা।

 

 

 

টাইগার শ্রফ এই ফ্ল্যাটটি কিনেছিলেন ২০১৮ সালে, তখন দাম ছিল ১১.৬২ কোটি টাকা। অর্থাৎ বিক্রির সময় তিনি প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। খার এলাকা এমনিতেই মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত ও দামি লোকেশন—পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও বিজনেস হাবের কাছে হওয়ায় এ অঞ্চলের সম্পত্তির চাহিদা সবসময়ই বেশি। 

 

 

 

বর্তমানে টাইগার শ্রফ তাঁর নতুন ছবি ‘বাঘি ৪’–এর সাফল্যে উচ্ছ্বসিত। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৩০ কোটির বেশি আয় করেছে। গল্পে দেখা গিয়েছে এক অসমাপ্ত প্রেম। নৌবাহিনী অফিসার হওয়া সত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর। কিছুতেই প্রেমিকার মৃত্যুকে সে মানতে পারে না। হন্যে হয়ে সে খুঁজে বেড়ায় ভালবাসার মানুষকে। এক নিমেষে যেন বদলে যায় তার জীবন। ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের মতোই অ্যাকশনের মুডে দেখা গিয়েছে 'সঞ্জু বাবা'কে। 

 

 

আরও পড়ুন: হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর! এখন কেমন আছেন? কী জানালেন স্বামী ইন্দ্রনীল?

 

 

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাঘি’ বক্স অফিসে বড় সাফল্য আনে। এরপর ‘বাঘি ২’ সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যায়। যদিও ‘বাগি ৩’ করোনা পরিস্থিতির কারণে আশানুরূপ ব্যবসা করতে পারেনি, তাই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ছিল। গত নভেম্বরেই টাইগার নিজেই সমাজ মাধ্যমে এই ছবির পোস্টার ভাগ করে নিয়েছিলেন। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিল। মুখে জলন্ত সিগারেট, হাতে রক্ত মাখা ধারাল অস্ত্র। চোখেমুখে রহস্য। তাঁর সামনে লুটিয়ে রয়েছে কিছু নিথর দেহ। টাইগারের এই লুক শোরগোল ফেলেছিল নেট দুনিয়ায়। 

 

 

 

 

‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বছর চারেকের বিরতির পর মুক্তি পেয়েছে 'বাঘি ৪'।ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক এ. হর্ষা, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৫ সেপ্টেম্বর ২০২৫। একই দিনে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। ফলে বক্স অফিসে বড়সড় লড়াই দেখতে চলেছেন দর্শক।

সব মিলিয়ে ট্রেলারেই ইঙ্গিত মিলেছে, এবার ‘বাগি ৪’ হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে হিংস্র, রক্তাক্ত ও রোমাঞ্চকর অধ্যায়।

 

 

 

 

টাইগারের কেরিয়ার গ্রাফও এখন মন্দ নয় । ‘বাঘি ৪’-এর পাশাপাশি তাঁর হাতে আছে আরও দু’টি বড় ছবি—মুরাদ খেতানি প্রযোজিত, সচিন রবি পরিচালিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’। অন্যদিকে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ঝুলিতেও বড় বাজি। ডিসেম্বরেই মুক্তি পাবে শাহিদ কাপুর–বিশাল ভরদ্বাজ জুটি বেঁধে তৈরি তাঁদের নতুন ছবি। সব মিলিয়ে, ‘বাঘি ৪’-এর মুক্তির পরেই নতুন পদক্ষেপ নিলেন টাইগার।