কার্তিক আরিয়ানের ঝুলিতে এবার একের পর এক বড়সড় প্রজেক্ট। ‘ভুলভুলাইয়া ৩’-এর বিশাল সাফল্যের পর যেন আরও হিসেবি পথ ধরেছেন কার্তিক আরিয়ান। একের পর এক ভিন্ন ধারার ছবিতে নাম লিখিয়ে তিনি এখন বলিউডের অন্যতম চর্চিত মুখ। বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট — সমীর বিদ্বানস পরিচালিত ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি’ এবং অনুরাগ বসুর একটি নামহীন প্রেমকাহিনি — দু’টিই মুক্তি পাবে ২০২৬ সালে। এর পর সরাসরি ঝাঁপ দেবেন ‘নাগজিলা’ ছবিতে, মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক অদ্ভুতুড়ে এন্টারটেইনারে।সামনে রয়েছে ‘নাগজিলা’—মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক ক্রিয়েচার কমেডি। মার্চ ২০২৬-এ শুরু করার কথা ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, যেটি পরিচালনা করছেন ‘চক দে ইন্ডিয়া’-খ্যাত শিমিত আমিন।
এবার সামনে এলো নতুন খবর—কার্তিক নাকি প্রাক পাকা আলোচনা সেরে ফেলেছেন ‘শেরশাহ’ পরিচালক বিষ্ণুবর্ধনের সঙ্গে এক বিশেষ ছবির জন্য।

সূত্রের খবর, কার্তিক অনেকদিন ধরেই একটা জোম্বি-ভিত্তিক ছবি করতে চাইছিলেন। সেই সময়ই সামনে আসেন বিষ্ণুবর্ধন। পরিচালক নাকি লিখেছেন এক ইউনিক জোম্বি ফিল্ম, যার দুনিয়া দেখে মুগ্ধ কার্তিক। অভিনেতা ইতিমধ্যেই প্রজেক্টে সবুজ সংকেত দিয়েছেন। জুলাই ২০২৬-এ নাকি ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা।
তবে এখনো চূড়ান্ত কাগজপত্র বাকি। সূত্রের দাবি—“জুলাই অনেক দূরে, কিন্তু আপাতত কার্তিকের ক্যালেন্ডারে বিষ্ণুবর্ধনের ছবিটি স্লট করা আছে। কার্তিক সবসময় সেটে কাজ করতে ভালবাসেন। তাই চিত্রনাট্য পড়া আর পরিচালকদের সঙ্গে মিটিং চালিয়ে যাচ্ছেন। নিজের টিমের সঙ্গে মিলে শক্তিশালী লাইনআপ দাঁড় করাচ্ছেন।”
ছবির সঠিক ঘরানা এখনও কনফার্ম হয়নি, তবে গুঞ্জন উঠেছে এটি একটি থ্রিলার মুড়ে জোম্বি সাগা। কাজের সূচি অনুযায়ী—২০২৫ সালের নভেম্বরের মধ্যে অনুরাগ বসুর লাভ স্টোরি শেষ করবেন কার্তিক। তার পর ‘নাগজিলা’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। পাশাপাশি আরও দু’টি ছবির জন্য কথাবার্তা চলছে।
মজার ব্যাপার, শুধু কার্তিক নয়—রণবীর সিংও নাকি জয় মেহতার সঙ্গে এক জোম্বি ছবির ব্যাপারে আলোচনা করছেন, যা ২০২৬-এর দ্বিতীয়ার্ধে শুরু হতে পারে, ‘ডন ৩’ শেষ করার পর।
বলিউডে জোম্বি ঘরানা যে জমজমাট হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!
প্রসঙ্গত, কার্তিক হাত মিলিয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক শিমিত আমিনের সঙ্গে, যিনি ‘অব তক ছাপ্পান’, ‘চক দে! ইন্ডিয়া’ ও ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’-এর মতো সব ছবির জন্য বিখ্যাত। প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় এক বছর ধরে কার্তিক ও শিমিত একসঙ্গে কাজের জন্য নানা আইডিয়া নিয়ে আলোচনা করছিলেন। তখনই কার্তিককে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র গল্প শোনান শিমিত, আর তাতেই মুগ্ধ হয়ে যান কার্তিক।
সূত্র আরও জানায়, শিমিত আমিন ইতিমধ্যেই ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র জন্য এক টানটান চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬-এর প্রথমার্ধে ক্যামেরা অন হবে। গল্প শোনামাত্র কার্তিক ছবিতে রাজি হয়ে যান। ছবির শুটিং হবে ভারত ও মরক্কোতে — মরক্কোর লোকেশন রেকিও ইতিমধ্যে সম্পূর্ণ।
সত্য ঘটনার প্রেক্ষাপটে তৈরি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-য় কার্তিককে দেখা যাবে এক এয়ারফোর্স পাইলটের চরিত্রে — যা তাঁর কেরিয়ারের অন্যতম গম্ভীর ও দেশাত্মবোধক চরিত্র হতে চলেছে। মার্চ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে শুটিং শেষ করে ২০২৭-এর প্রথমার্ধে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
