সংবাদ সংস্থা মুম্বই: সাতের দশকে যাঁদের হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ‘বলিউড’ আখ্যা পায়, মাসালা ফিল্ম মাস্টার মনমোহন দেশাই তাঁদের অন্যতম। ‘অমর আকবর অ্যান্টনি’, ‘ধরম বীর’, ‘নসিব’, ‘কুলি’, ‘মর্দ’, ‘সুহাগ’, ‘গঙ্গা যমুনা সরস্বতী’- শেষ হবে না মনমোহন দেশাইয়ের পরিচালনায় বক্স অফিসে শোরগোল ফেলে দেওয়া ছবির তালিকা। অমিতাভের শাহেনশাহ হয়ে ওঠার পিছনে যে পরিচালকদের অকৃপণ সাহায্য ছিল, মনমোহন দেশাই তাঁদের মধ্যে অন্যতম। ‘শাহেনশাহ’র পছন্দের পরিচালকের তালিকা তাঁর ‘মনজি’র নাম-ও আজও উপরের দিকেই থাকে। সেই প্রবাদপ্রতিম পরিচালকের সঙ্গে আরিয়ান খানের তুলনা করলেন অনিল কাপুর। শাহরুখ-পুত্রের প্রথম ছবি মুক্তির আলো দেখার আগেই!
সম্প্রতি, বলিউডে অভিষেক পর্ব সম্পন্ন হল শাহরুখ-পুত্রের। নেটফ্লিক্স আয়োজিত এক অনুষ্ঠানে ঘটেছে এই বলি-অভিষেক পর্ব। শাহরুখের ছেলে আরিয়ান বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করছেন। তাঁর পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যা**ডস্ অফ বলিউড’। গত দু’তিন বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই সিরিজ। নেটফ্লিক্স আয়োজিত সেই অনুষ্ঠানের মঞ্চে উঠে ছেলের এই কাজের কথা বললেন শাহরুখ। সিরিজটির প্রশংসাও শোনা গিয়েছে ‘বাদশাহ’র মুখে। এবার শোনা গেল অনিলের মুখে। জনপ্রিয় বলি-অভিনেতা সমাজমাধ্যমে আরিয়ানের তারিফ করে ফলাও করে লেখেন, “...তোমার কাজ দেখে যুবক বয়সের মনমোহন দেশাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। শুভেচ্ছা নিও। সঙ্গে শুভেচ্ছা জানাই গোটা খান পরিবারকেই। দারুণ হল শুরুটা। আমি নিশ্চিত ‘দ্য ব্যা**ডস্ অফ বলিউড’ ব্লকব্লাস্টার হবে।”
