সংবাদ সংস্থা মুম্বই: মুম্বই পুলিশের কাছে ধর্ষণের অভিযোগে দায়ের করা হল অভিনেতা এজাজ খানের বিরুদ্ধে। অভিযোগ, বলিউডে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ৩০ বছরের মহিলাকে একাধিকবার যৌন হেনস্থা করেছেন এই অভিনেতা। মহিলার তরফে অভিযোগ দায়েরের পর মুম্বই পুলিশের তরফে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে শুরু হয়েছে পুলিশি তদন্ত।

 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অভিনেতা ওই মহিলাকে অভিনয়ের সুযোগ দেওয়ার নাম করে মুম্বই শহরের একাধিক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বলিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

তবে এখানেই থেমে নেই বিতর্ক। এই অভিযোগের ঠিক একদিন আগেই এজাজ খানের বিরুদ্ধে আরেকটি পুলিশি অভিযোগ দায়ের হয় ‘হাউস অ্যারেস্ট’ নামক একটি ওয়েব সিরিজকে কেন্দ্র করে। উল্লু অ্যাপে স্ট্রিম হওয়া এই শো-তে অশ্লীল এবং নারীদের মর্যাদাহানি করে এমন বিষয় থাকার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, এই শো-তে এজাজ খান-সহ সংশ্লিষ্ট প্রযোজক ও নির্মাতারা ইচ্ছাকৃতভাবে নারীদের অশালীন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করেন। এমনকী, ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, অভিনেতা খান মহিলাদের ঘনিষ্ঠ দৃশ্যে পারফর্ম করার জন্য চাপ দিচ্ছেন এবং অশ্লীল, যৌনগন্ধী প্রশ্নও করছেন!

 

 

এই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইন এবং নারীদের অশালীনভাবে উপস্থাপনের বিরুদ্ধে আইনে এজাজ খান, শো-এর প্রযোজক রাজকুমার পাণ্ডে এবং উল্লু অ্যাপের একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ ওই ওয়েব সিরিজকে “অশ্লীলতার চূড়ান্ত নিদর্শন” বলে কটাক্ষ করেছেন এবং শো-টি নিষিদ্ধ করার দাবি তুলেছেন।

 

দুই অভিযোগ নিয়েই এখন মুম্বই পুলিশের তদন্ত চলছে। বলিপাড়ায় জোর চর্চা—কেন বারবার বিতর্কের কেন্দ্রে থাকেন এই অভিনেতা?