সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে তাঁদের তিনজনের কেরিয়ারের বয়স সাড়ে তিন দশক! এখনও পর্যন্ত তাঁরাই বলিউডের প্রথম তিন খান। তাঁরা হলেন শাহরুখ, সলমন এবং আমির। তবু এখনও পর্যন্ত একসঙ্গে বড়পর্দায় তাঁরা ছবি করেননি। সারা বিশ্বে ছড়িয়ে থাকা তিন খানের অগুণতি অনুরাগীদের আজও আশা, যদি কখনও একটি ছবিতেও এই তিন খান একসঙ্গে হাজির হন। অনুরাগীদের সেই স্বপ্ন যা তে বাস্তবায়িত হয়, সেই বিষয়ে চিন্তাভাবনা তিনি শুরু করে দিয়েছেন, এমনটাই জানালেন খোদ আমির খান।
সম্প্রতি, সৌদি আরবের রেড সি ফেস্টিভ্যালে হাজির হয়েছিলেন আমির। সেখানে বলিউডের এই 'মি.পারফেকশনিস্ট'কে সম্বর্ধনা দেওয়া হয়েছে। সে দেশেই এক সাক্ষাৎকারে আমির জানালেন, ইতিমধ্যেই তিনি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। তিনি আরও জানান, মাস ছয়েক আগে তিনি নিজেই শাহরুখ ও সলমনকে তাঁর এই ইচ্ছের কথা বলেন। “মাস ছয়েক আগে শাহরুখ ও সলমনের সঙ্গে আড্ডায় বসেছিলাম। সেই আড্ডায় এক ছবিতে কাজ করার প্রসঙ্গ আমি-ই তুলি। এবং তাঁদের বলি, এটা খুব অন্যায় হবে যদি একটিও ছবিতে একসঙ্গে জোট বেঁধে আমরা তিনজন দর্শকের সামনে হাজির না হই। শোনামাত্রই আমার সঙ্গে সহমত হন সলমন এবং শাহরুখ দু'জনেই! তাঁরা দু'জনেই জানিয়েছেন এমন ছবিতে তাঁরাও ভীষণ আগ্রহী যেখানে আমরা তিনজনে একসঙ্গে অভিনয় করতে পারব। আমি আশাবাদী, এই ছবি তৈরি হওয়া নিয়ে। বলা ভাল, আমরা তিনজনেই। এমন একটি গল্প-চিত্রনাট্য আসার অপেক্ষায় রয়েছি যা আমাদের তিনজনের জন্য একেবারে ঠিকঠাক।”
 
 প্রসঙ্গত, শাহরুখ ও সলমন ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ‘পাঠান’-এও অল্প সময়ের জন্য দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। অন্যদিকে সলমনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নয় দশকে 'আন্দাজ আপনা আপনা' ছবিতে কাজ করেছিলেন আমির। কিন্তু বড়পর্দায় আজ পর্যন্ত কখনও একসঙ্গে হাজির হননি আমির-শাহরুখ। যদিও আমিরের ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। যদিও সেই দৃশ্যে ছিলেন না আমির খান।
