নিজস্ব সংবাদদাতা: রাহুল মুখোপাধ্যায়ের আগামী ছবিতে যে মুখ্য দুই চরিত্রে ফের একসঙ্গে হাজির হতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-অনির্বাণ ভট্টাচার্য তা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল টলিপাড়ায়। এবার সেই জল্পনায় পড়ল সিলমোহর। এসভিএফ-এর প্রযোজনায়, 'কিশমিশ' ছবি খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নির্দেশনায় এই ছবিতে একসঙ্গে হাজির হবেন প্রসেনজিৎ-অনির্বাণ। প্রসঙ্গত, গত পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবার পর্দায় একসঙ্গে হাজির হয়েছিলেন এই দুই তারকা। পুলিশ অফিসার 'প্রবীর রায়চৌধুরী' এবং 'পোদ্দার'-এর জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শক।
জানা গিয়েছে, রাহুল মুখোপাধ্যায়ের এই নতুন ছবি মালয়ালম 'গাড়ুদান' ছবির বাংলা রিমেক। তবে চিত্রনাট্যে বেশ খানিকটা বদল আনা হয়েছে। অন্যান্য জায়গায়ও ঘষামাজা করা হয়েছে। আর এই গোটা দায়িত্বটি রোহিত-সৌম্যর সঙ্গে সামলেছেন অভিনেত্রী অর্কজা আচার্য। এই প্রথম ক্যামেরার পিছনে ছোটপর্দার পরিচিত এই অভিনেত্রী। রোহিত-সৌম্যর সঙ্গে রাহুল মুখোপাধ্যায়ের এই ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি জানালেন, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন অর্কজা। বহু দিন ধরেই লেখালিখির চর্চা করেন। ছবির চিত্রনাট্য লেখা বহুদিনের ইচ্ছে ছিল তাঁর। এতদিনে সেই ইচ্ছেপূরণ হল 'শ্রেয়সী' ধারাবাহিকের অভিনেত্রীর। এই প্রসঙ্গে অর্কজাকে যোগাযোগ করা হলে তিনি বেশি কিছু না বললেও চিত্রনাট্য লেখার খবর অস্বীকার করেননি তিনি।
প্রসঙ্গত, 'ওগো নিরুপমা' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করার পর, কিছুদিনের বিরতি নিয়ে অর্কজাকে দেখা যায় 'মিঠাই'-তে বসুন্ধরা চরিত্রে। এছাড়াও কালার্স বাংলার ধারাবাহিক 'মৌ এর বাড়িতে' অর্কজা অভিনয় করেছিলেন 'মৌ'-এর চরিত্রে।
টলিপাড়ার গুঞ্জন, 'দশম অবতার'-এর পর এই ছবিতে এক ধর্ষণের তদন্ত করতে ফের পুলিশের উর্দি গায়ে চড়াতে দেখা যাবে অনির্বাণকে। অন্যদিকে নাকি ধূসর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! এই দুই অভিনেতার পাশাপাশি নাম ঠিক না হওয়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ছবির শুভ মহরতে হাজির হয়েছিলেন কলাকুশলীরা।
জানা গিয়েছে, রাহুল মুখোপাধ্যায়ের এই নতুন ছবি মালয়ালম 'গাড়ুদান' ছবির বাংলা রিমেক। তবে চিত্রনাট্যে বেশ খানিকটা বদল আনা হয়েছে। অন্যান্য জায়গায়ও ঘষামাজা করা হয়েছে। আর এই গোটা দায়িত্বটি রোহিত-সৌম্যর সঙ্গে সামলেছেন অভিনেত্রী অর্কজা আচার্য। এই প্রথম ক্যামেরার পিছনে ছোটপর্দার পরিচিত এই অভিনেত্রী। রোহিত-সৌম্যর সঙ্গে রাহুল মুখোপাধ্যায়ের এই ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি জানালেন, বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন অর্কজা। বহু দিন ধরেই লেখালিখির চর্চা করেন। ছবির চিত্রনাট্য লেখা বহুদিনের ইচ্ছে ছিল তাঁর। এতদিনে সেই ইচ্ছেপূরণ হল 'শ্রেয়সী' ধারাবাহিকের অভিনেত্রীর। এই প্রসঙ্গে অর্কজাকে যোগাযোগ করা হলে তিনি বেশি কিছু না বললেও চিত্রনাট্য লেখার খবর অস্বীকার করেননি তিনি।
প্রসঙ্গত, 'ওগো নিরুপমা' ধারাবাহিকের মাধ্যমে সকলের মন জয় করার পর, কিছুদিনের বিরতি নিয়ে অর্কজাকে দেখা যায় 'মিঠাই'-তে বসুন্ধরা চরিত্রে। এছাড়াও কালার্স বাংলার ধারাবাহিক 'মৌ এর বাড়িতে' অর্কজা অভিনয় করেছিলেন 'মৌ'-এর চরিত্রে।
টলিপাড়ার গুঞ্জন, 'দশম অবতার'-এর পর এই ছবিতে এক ধর্ষণের তদন্ত করতে ফের পুলিশের উর্দি গায়ে চড়াতে দেখা যাবে অনির্বাণকে। অন্যদিকে নাকি ধূসর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! এই দুই অভিনেতার পাশাপাশি নাম ঠিক না হওয়া এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ছবির শুভ মহরতে হাজির হয়েছিলেন কলাকুশলীরা।
