নিজস্ব সংবাদদাতা: ২০২৩ সালে আইনি মতে বিয়ে সারলেও এই বছর ৪ অক্টোবর দুই পরিবারকে নিয়ে সামাজিক মতে চারহাত এক করেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার। বিয়ের এক মাস পেরোতেই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন রূপসা।
হানিমুন হোক বা যে কোন অনুষ্ঠানে কাটানো নিজেদের সুন্দর মুহূর্ত সব সময় সামাজিক মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন রূপসা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, শিশু দিবসে সামাজিক মাধ্যমে কেক হাতে একটি ছবি পোস্ট করে এই তারকা জুটি জানান তাঁরা মা-বাবা হতে চলেছেন। সামাজিক মতে বিয়ের একমাস পরেই এই সুখবর দিলেন দুই তারকা। সায়নদীপের সঙ্গে প্রেম হওয়ার কয়েকদিনের মধ্যেই দু'জনে ঠিক করেন তাঁরা বিয়ে করবেন।
কয়েকদিনের মধ্যেই সেরে ফেলেন আইনি বিয়ে। আইনি বিয়ের পর নিজেদের নতুন ফ্ল্যাটে একসঙ্গে থাকা শুরু করেন তাঁরা। অবশেষে অক্টোবরে চার হাত এক করলেন 'রূপসায়ন' জুটি। অক্টোবরের শেষের দিকে সিকিমে হানিমুন সেরে এসেছেন রূপসা ও সায়নদীপ। নতুন ফ্ল্যাটে গুছিয়ে সংসার পেতেছেন তাঁরা। তবে এই সংসারে এবার নতুন অতিথি আসার সময় এসে গেছে। শিশু দিবসে এই সুখবর ভাগ করে তাঁরা লিখেছেন, 'এবার থেকে প্রত্যেক শিশু দিবস খুব বিশেষ হতে চলেছে আমাদের জন্য। কারণ আমাদের জীবনে জুনিয়র আসছে, তাকে সবাই আশীর্বাদ করবেন এবং ভালবাসা দেবেন।'
সম্ভবত এই মুহূর্তে কাজ থেকে কিছুদিনের বিরতি নিতে চলেছেন রূপসা। আপাতত এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করতে চান দম্পতি।
