নিজস্ব সংবাদদাতা: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী মধুমিত সরকার। মাঝেমধ্যেই নেটিজেনদের কটাক্ষের শিকার হলেও এইসবে কান দেন না অভিনেত্রী। কিন্তু এবার আর ছেড়ে কথা বললেন না। সহ্যের বাঁধ ভাঙায় নেটিজেনদের দিলেন কড়া জবাব। 

 

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করেছেন মধুমিতা। সেই ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গেল, "আমি আজকে এই ভিডিয়োটা বানাচ্ছি, কারণ আমি সত্যিই জানি না আমার ঠিক কী করা উচিত। এই যে আমি ইংরেজিতে কথা বলছি, সবাই বলবে দিদি বাংলায় কথা বলতে কী সমস্যা হয়। আবার বাংলায় বললে আমার নন বেঙ্গলি বন্ধু বা অনুরাগীরা বলবে, কী বললে কিছুই বুঝলাম না। যদি শাড়ি পরে পোস্ট করি, বলবে সারাদিন ছোট ছোট জামা পরে, এখন শাড়ি। দিদি তোমার শরীরের বিশেষ অংশগুলো দেখা যাচ্ছে। এই যে বড় বড় মুখ করে কথা বলছি, বলবে ওভার অ্যাক্টিং করছে। আবার আসতে কথা বললে বলবে, ন্যাকামো করছে। আমি ডিভোর্সি, সেই জন্য কেন কোনও ডিভোর্সি মেয়ে যজ্ঞ করছে। তার মানে পুজোও করতে পারব না। আর যদি পুজো করি, তাহলে বলবে আমি যেহেতু অভিনেত্রী, তাই এসব নাকি লোক দেখানো।"

 

 

মধুমিতা আরও বলেন, "মেয়ে বলে সবসময় আমাদের বিচার করা হয়। তারপর আমার বিচ্ছেদ হয়েছে, কাল ধরুন কেউ আমার শ্লীলতাহানি করল, তখন লোকে বলবে ও তো ডিভোর্সি, একা থাকে, তার মানে এটা তো স্বাভাবিক। সমাজের এই কটুক্তির উপর আর জীবন চলে না। তাই এই প্রশ্নগুলোর উত্তর নিজেরাই খুঁজে বের করুন।"

 

 

মধুমিতার এই ভিডিওতে তাঁকে সমর্থন জানিয়েছেন টলিপাড়ার অভিনেত্রীরা। তাঁদের মধ্যে রয়েছেন দর্শনা বণিক, অলিভিয়া সরকার ও সায়ন্তনী গুহঠাকুরতা।