আজকাল ওয়েব ডেস্ক: থামল দীর্ঘ বছরের ক্যানসারের সঙ্গে লড়াই। শনিবার প্রয়াত হয়েছেন মার্কিনি অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। বয়স হয়েছিল ৫৩।
এদিন অভিনেত্রীর জনসংযোগ রক্ষাকারী লেসলি স্লোনের তরফে জানানো হয়েছে এই মৃত্যু সংবাদ। তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি"।
প্রসঙ্গত, নয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো 'বেভারলি হিলস্ ৯০২০১০'তে হাই স্কুল ছাত্রী 'ব্রেন্ডা ওয়ালস' এর চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তবে বাস্তবে ১৯৯৪ সালে 'বেভারলি হিলস্'-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের
সঙ্গে ব্যক্তিগত বিরোধ বাধে তাঁর। এবং তা এতদূর পর্যন্ত গড়ায় যে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন। তাঁকে ছাড়াই ২০০০ সাল পর্যন্ত চলেছিল ওই ধারাবাহিকের আরও কয়েকটি সিজন।
উল্লেখ্য, নিজের শরীরে বাসা বাঁধা মারণরোগ নিয়ে ২০১৫ সালেই মুখ খুলেছিলেন শ্যানেন। জানিয়েছিলেন স্তন ক্যানসারের কথা। গত বছর অর্থাৎ ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, তাঁর শরীরে এই রোগ আরও ডালপালা ছড়াচ্ছে, তবে লড়াই থামাবেন না তিনি। শেষপর্যন্ত লড়াই থামল গত ১৩ জুন। শোকের ছায়া নেমে এসেছে নেটপাড়ায়। প্রয়াত অভিনেত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তাঁর অনুরাগীরা।
এদিন অভিনেত্রীর জনসংযোগ রক্ষাকারী লেসলি স্লোনের তরফে জানানো হয়েছে এই মৃত্যু সংবাদ। তিনি বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, দীর্ঘ বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি"।
প্রসঙ্গত, নয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো 'বেভারলি হিলস্ ৯০২০১০'তে হাই স্কুল ছাত্রী 'ব্রেন্ডা ওয়ালস' এর চরিত্র তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। তবে বাস্তবে ১৯৯৪ সালে 'বেভারলি হিলস্'-এর চার নম্বর সিজনের শুটিং চলাকালীন ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের
সঙ্গে ব্যক্তিগত বিরোধ বাধে তাঁর। এবং তা এতদূর পর্যন্ত গড়ায় যে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন শ্যানেন। তাঁকে ছাড়াই ২০০০ সাল পর্যন্ত চলেছিল ওই ধারাবাহিকের আরও কয়েকটি সিজন।
উল্লেখ্য, নিজের শরীরে বাসা বাঁধা মারণরোগ নিয়ে ২০১৫ সালেই মুখ খুলেছিলেন শ্যানেন। জানিয়েছিলেন স্তন ক্যানসারের কথা। গত বছর অর্থাৎ ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন, তাঁর শরীরে এই রোগ আরও ডালপালা ছড়াচ্ছে, তবে লড়াই থামাবেন না তিনি। শেষপর্যন্ত লড়াই থামল গত ১৩ জুন। শোকের ছায়া নেমে এসেছে নেটপাড়ায়। প্রয়াত অভিনেত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন তাঁর অনুরাগীরা।
