নিজস্ব সংবাদদাতা: স্টুডিওপাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে সৌমিতৃষাকে নিয়ে। জল্পনা, এবার নাকি বাংলাদেশের তারকা শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন নায়িকা। সত্যিই কি বাংলাদেশের ছবিতে এবার দেখা যাবে 'মিঠাই'কে? 

 

শহরের এক প্রযোজনা সংস্থা আগামী বছর একসঙ্গে ১৮টি ছবি উপহার দিতে চলেছে দর্শককে। তাঁর আনুষ্ঠানিক ঘোষণা মুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শহরের এক বিলাসবহুল হোটেলে। সেখানে হাজির হয়েছিলেন বাংলাদেশের প্রথম সারির তারকা শাকিব খান। ওই অনুষ্ঠানেই বাংলাদেশের 'কিং খান'-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় দেখা গেল অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুকে। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে এই জল্পনা। 

 

 

অনুষ্ঠানে সৌমিতৃষাকে দেখেই শাকিবের প্রথম প্রশ্ন, 'কেমন আছো'? হাসিমুখে এগিয়ে যান 'মিঠাই'ও। এরপরেই তাঁরা কথা বলতে শুরু করেন একে অপরের সঙ্গে। সৌমিতৃষার সঙ্গে কাজ করা প্রসঙ্গে শাকিব বললেন, "অবশ্যই কাজ করতে চাই, এখানকার নতুন অভিনেতা-অভিনেত্রীদের বাংলাদেশের দর্শকেরা অত্যন্ত পছন্দ করেন। তাঁরা সেখানে খুব জনপ্রিয়। নতুনদের সঙ্গে অবশ্যই কাজ করতে চাই আরও। সকলেই এত ভাল কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়।" অন্যদিকে, সৌমিতৃষাকে শাকিব খান সম্বন্ধে প্রশ্ন করা হলে তাঁর মন্তব্য, " ওঁর সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। সবথেকে বড় কথা, আমাদের দুই বাংলার তারকারাই অত্যন্ত আন্তরিক। তাঁদের ব্যবহার এতটাই ভাল যে তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে একসঙ্গে আমাদের কাজ হবে কি না এটা সময়ের হাতে। আগে থেকে সব ভেবেচিন্তে পরিকল্পনা করে অনেককিছুই হয় না। তাই দেখা যাক, কী হয়।" ছবি নিয়ে কথা না বললেও সৌমিতৃষার কাজ যে পছন্দ করেন তা শাকিবের কথা থেকেই স্পষ্ট। ওদিকে, 'প্রধান' নায়িকাও যে শাকিবের সঙ্গে বড় পর্দায় কাজ করতে ইচ্ছুক সেকথাও ঠারেঠোরে বুঝিয়ে দিলেন তিনি।

 

 

প্রসঙ্গত, ছোটপর্দা থেকে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন ইধিকা পাল, শাকিবের হাত ধরেই। এছাড়া অন্য একটি ছবিতে শাকিবের বিপরীতে ফের দেখা যাবে তাঁকে। আপাতত চলছে তার-ই প্রস্তুতি।