সংবাদ সংস্থা মুম্বই: “ডুয়া লিপার সঙ্গে গান নয়… সন্তান চাই!”—এই এক লাইনের মন্তব্যে চরম বিতর্কে জড়ালেন বাদশা। এই মন্তব্য ঘিরে যেমন অনেকে হতবাক, তেমনই অনেকেই বলছেন—এটা কোনও রসিকতা নয়, বরং একেবারে স্পষ্ট যৌন ইঙ্গিত!

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ বাদশা ডুয়া লিপার একটি পোস্টে হার্ট ইমোজি দেন। এক নেটিজেন তখন জিজ্ঞেস করেন, “আপনি কি ডুয়া লিপার সঙ্গে কোনও গান বানাচ্ছেন?” উত্তরে বাদশা লিখে বসেন—“ভাই, ওর সঙ্গে গান না, বাচ্চা বানাতে চাই!”

 

 

বাদশার এহেন মন্তব্যের পর সমাজমাধ্যমে শুরু হয় প্রবল সমালোচনা। কড়া নিন্দার মুখে এরপর বাদশা লিখেছেন—“আমি মনে করি, কোনও মহিলাকে আপনি যদি সত্যি সম্মান করেন, তবে তাঁকে নিয়ে সন্তানের কথা ভাবা—এটাই সবচেয়ে সুন্দর কমপ্লিমেন্ট। এটা আমার চিন্তা নয়, এটা তোমাদের চিন্তা, যেটা সামনে এসেছে।” কিন্তু বাদশার এই ব্যাখ্যা আরও উসকে দিয়েছে ক্ষোভ!

 

 

একজন মন্তব্য করেন—“তুমি ভাবছ তোমার জিন এত মূল্যবান যে সন্তান নেওয়া উচিত? এটা কমপ্লিমেন্ট নয়, এটা হ্যারাসমেন্ট!”

আরও এক মহিলা লিখেছেন—“একজন নারীর মূল্য কি শুধু মা হওয়ার যোগ্যতা দিয়েই মাপা যায়? এটা একেবারেই যৌনগন্ধী, যৌন ইঙ্গিত! কোনও প্রশংসা নয়।” 

কেউ আবার বলেন—“তোমার প্রচার  টিম বুঝি জোর করে বলিয়েছে এসব?”

একজন মহিলা তো কড়া ভাষায় লেখেন— “আমি একজন মেয়ে, আর আমি কখনওই চাইব না কেউ আমার এই ধরনের 'প্রশংসা' করুক। দু’জনের মধ্যে সম্মতি ছাড়া এটা একটা জঘন্য ইঙ্গিত!”


ডুয়া লিপা বর্তমানে একটি স্থিতিশীল সম্পর্কে রয়েছেন। এমন অবস্থায় বাদশার এমন মন্তব্য অনেকের চোখে অপমানজনক ও পুরুষতান্ত্রিক।
নেটিজেনদের মতে, মেয়েদের প্রতি সম্মান দেখানো মানে সন্তান চাওয়া নয়, বরং তাদের ইচ্ছেকে প্রাধান্য দেওয়া।