নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার আবহে কলকাতা শহরে ফের উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। এবং তা উঠেছিল টলিপাড়ার অন্দর থেকেই। জনপ্রিয় তারকা-পরিচালক অরিন্দম শীল ছবির চিত্রনাট্য বোঝাতে গিয়ে অভিনেত্রীকে সপাটে চুমু খেয়ে বসেন। এরপরেই মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন ওই টলি-অভিনেত্রী। 

 

 

এর আগে এই কাণ্ডের ভিত্তিতে অরিন্দম শীলকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের কমিটি থেকে বরখাস্ত করা হয়েছিল। এবার তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। ওই অভিনেত্রীর আনা অভিযোগকে খতিয়ে দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ডিরেক্টরস গিল্ড। 

 

 

এই বিষয়ে মহিলা কমিশনের কাছে ক্ষমা 

চেয়ে একটি চিঠিতে অরিন্দম শীল লেখেন, "আমার সম্পর্ক করা অভিযোগে অন্তর থেকে

 দুঃখিত। আমি ভুল স্বীকার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় ক্ষমাপ্রার্থী।"

 

 

 

পুরো বিষয়টা খতিয়ে দেখে সোশ্যাল মিডিয়ায় আর চুপ থাকতে পারেননি স্বস্তিকা। মনে মধ্যে এতদিনের চেপে রাখা রাগ যেন উগড়ে দিলেন তিনি। স্বস্তিকা এদিন লেখেন, "পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ। এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেড়িয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। এটা আমাদের ন্যায্য অধিকার।" 

 

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন টলিপাড়ার বহু তারকারাও।