নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার আবহে কলকাতা শহরে ফের উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। এবং তা উঠেছিল টলিপাড়ার অন্দর থেকেই। এক জনপ্রিয় তারকা-পরিচালক অরিন্দম শীল ছবির চিত্রনাট্য বোঝাতে গিয়ে অভিনেত্রীকে সপাটে চুমু খেয়ে বসেন। এরপরেই মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন ওই টলি-অভিনেত্রী।
এর আগে এই কাণ্ডের ভিত্তিতে অরিন্দম শীলকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের কমিটি থেকে বরখাস্ত করা হয়েছিল। এবার তাঁকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। ওই অভিনেত্রীর আনা অভিযোগকে খতিয়ে দেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন ডিরেক্টরস গিল্ড।
ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুদেষ্ণা রায় আজকাল ডট ইন-কে বলেন, "আমাদের কাছে কয়েক দিন ধরেই অভিযোগটা আসছিল। প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি। তার পরেই সর্বসম্মতিক্রমে ওকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত ওই সাসপেনডেন্ট থাকবে।"
এই বিষয়ে মহিলা কমিশনের কাছে ক্ষমা
চেয়ে একটি চিঠিতে অরিন্দম শীল লেখেন, "আমার সম্পর্ক করা অভিযোগে অন্তর থেকে দুঃখিত। আমি ভুল স্বীকার করে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই ঘটনায় ক্ষমাপ্রার্থী।"
