নিজস্ব সংবাদদাতা: শনিবার জয়পুরে অনুষ্ঠিত হল আইফা ২০২৫, যেখানে ডিজিটাল মাধ্যমে মুক্তিপ্রাপ্ত ছবি ও সিরিজের জন্য পুরস্কার প্রদান করা হয়। এবারের আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে অ্যামাজন প্রাইম ভিডিয়ো ও নেটফ্লিক্সের একাধিক সিরিজ ও ছবি বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। গ্র্যান্ড আইফা অ্যাওয়ার্ডস নাইট রবিবার অনুষ্ঠিত হল। উল্লেখ্য, 'শোলে' ছবির এবার ৫০ বছর । এই অনুষ্ঠানেও সেই ছবির বিশেষ উদ্যাপন হল।
এবারের আইফা অ্যাওয়ার্ডসে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। রবিবাসরীয় সন্ধ্যায় হয়ে গেল বলিউডের বছরের প্রথম অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সিনেমার গল্প বিভাগে জয়-জয়কার হল বাঙালি কাহিনিকারদের। 'মেরি ক্রিসমাস' ছবির জন্য 'বেস্ট অ্যাডপ্টেড স্টোরি'র পুরস্কার পেলেন অরিজিৎ বিশ্বাস। সঙ্গে ছিলেন শ্রীরাম রাঘবান, পূজা শ্রুতি, অনুকৃতি পাণ্ডেও। অরিজিৎ বিশ্বাস এর আগে 'অন্ধাধুন'-এর মতো ছবির জন্য পুরস্কৃত হয়েছিলেন।
 
 অন্যদিকে, 'লাপাতা লেডিস'-এর জন্য 'বেস্ট অরিজিনাল স্টোরি'র পুরস্কার পেলেন বিপ্লব গোস্বামী। বলিউড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে বাঙালি কাহিনিকাররা আবারও 'সেরার সেরা' প্রমাণিত হলেন।
