সংবাদ সংস্থা মুম্বই: বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এআর রহমান। সূত্রের খবর, চেন্নাইয়ের গ্রিমস রোডের এই হাসপাতালে সাত সকালে ভর্তি হয়েছেন রহমান। 

 

সেই সূত্র আরও জানিয়েছে, ৫৮ বছর বয়সী রহমান বুকে অস্বস্তি অনুভব করছিলেন সকালেই। দেরি না করে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালে নিয়ে আসা হয় সুরকার-গায়ককে। এরপর দ্রুত কয়েকজন চিকিৎসককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয় রহমানের চিকিৎসার জন্য। ইতিমধ্যেই রহমানের  ইসিজি থেকে ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রে খবর, সুরকারের অ্যাঞ্জিওগ্রাম পরীক্ষাও করা হতে পারে। 

 

প্রসঙ্গত, গত মাসে আন্তৰ্জাতিক পা তারকা এড শিরানের সঙ্গে চেন্নাইয়ে এক মঞ্চে পারফর্ম করতে দেখা গিয়েছিল রহমান কে। এরপর 'ছাবা' ছবির প্রচারমূলক অনুষ্ঠানেও হাজির ছিলেন ‘স্লামডগ মিলিওনেয়ার’ ছবির এই সুরকার। কিছুদিন আগে রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু-ও ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর।