সংবাদ সংস্থা মুম্বই: ব্যাঙ্ককের যৌনপল্লিতে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। আরও ভাল করে বললে, সেখানকার স্ট্রিপ ক্লাবে। যেখানে স্বল্পবসনা সুন্দরীরা নৃত্যের তালে তালে একে একে সমস্ত পোশাক খুলে নগ্ন হয়ে নৃত্য করেন। না, না, কোনও কল্পকথা নয়, একেবারে ষোল আনা সত্যি বলে দাবি করলেন, পরিচালক অপূর্ব লাখিয়া। 

 


প্রায় বছর ২০ আগের ঘটনা। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবি ‘এক আজনবি’র শুটিংয়ের সময়ের ঘটনা। অনিদ্রার রুগী অমিতাভ, রাতে তাঁর ঘুম আসে না। সুতরাং, প্রায় প্রতি রাতেই ছবি দেখে সময় কাটাতেন বিগ বি। একবার অপূর্বর কাছে রাতের ব্যাঙ্কক ঘোরার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। তাঁরা তখন ছিলেন প্যাটপং-এ, ব্যাঙ্ককের কুখ্যাত নিষিদ্ধপল্লি। শুনে আমতা আমতা করে অপূর্ব বলেছিলেন, “স্যার, এই জায়গাটার নাম প্যাটপং। এখানে... স্ট্রিপ ক্লাবে লাইভ শো চলে। আপনাকে সেখানে নিয়ে যাওয়ার পর যদি নকেও চিনতে পারে ব্যাপক গোলমাল বাঁধবে।”  

 

 

তবে অভয় দিয়েছিলেন স্বয়ং অমিতাভ। সব শুনে তাঁর জবাব ছিল, “আমরা যাব।”  এরপর বোতামখোলা শার্টের সঙ্গে থাই ধুতি পরে যৌনপল্লির রাস্তায় পা রেখেছিলেন শাহেনশাহ। অপূর্ব লাখিয়া জানিয়েছেন, এই ধরনের পানশালায় ওই প্রথম অমিতাভের যাওয়া। যাই হোক, স্ট্রিপ ক্লাবে ঢোকার পর চমকে গিয়েছিলেন অমিতাভ। স্বভাবতই সেখানে তাঁর প্রচুর ভক্ত তাঁকে দেখতে পেয়ে হইচই জুড়ে দিয়েছিলেন। “তবে অনেকক্ষণ ছিলাম আমরা। অমিতজি খুব উপভোগ করেছিলেন গোটা সময়। বারবার বলছিলেন, 'অপূর্ব, অসাধারণ'। পাশাপাশি ওই পানশালাতেও তাঁর অত অনুরাগী দেখে বুঝতে পারছিলাম না ব্যাঙ্কক না জুহু কোথায় আছি আমরা।”

 

এরপর সেখান থেকে বেরিয়ে হোটেলে ফিরতে ফিরতে প্রায় আড়াইটে বেজে গিয়েছিল। তবে চমকের শেষ ছিল না এখানে। পরদিন ভোর পাঁচটার কলটাইমে পেশাদারিত্ব দেখিয়ে একেবারে কাঁটায় কাঁটায় হাজির হয়েছিলেন অমিতাভ!