নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার কোনও রিয়ালিটি গেম শো নয়। তবে খানিক সেই ধারা অনুসরণ করেই মহিলাদের উদ্বুদ্ধ ও উৎসাহ দেওয়ার জন্য সম্প্রতি আয়োজিত হয়েছিল এক অভিনব গেম শো। নাম ‘অপরাজিতা’। দক্ষিণ কলকাতার দমদম অঞ্চলে এক বসন্ত-সন্ধ্যায় অসংখ্য দর্শকের মাঝে বসেছিল জমজমাট খেলার আসর। শো-এর সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।  

 

 

জানিয়ে রাখা ভাল, ৫০০-র উপর মহিলা এই শো-এ খেলার জন্য দরখাস্ত করেছিলেন। তার মধ্যে ২০০ জনের অডিশন নেওয়া হয়। সেখান থেকে ঝাড়াই বাছাইয়ের পর মূল শো-এ সুযোগ পান মাত্র ১০ জন। শো-এর অডিশন নিয়েছিলেন বাংলা ধারাবাহিকের দুই পরিচিত মুখ রুকমা এবং গীতশ্রী। 

 

নারীরা অপরাজেয়, তাঁরা আছেন বলেই পুরুষেরা আছেন - এই ভাবনা থেকেই মহিলাদের জন্য এক অভিনব গেম শো অপরাজিতা কে রূপ দেওয়ার তোড়জোড় শুরু করেছিলেন বাণীব্রত চক্রবর্তী।  অপরাজিতা আঢ্য জানান, এই ধরণের শো-এর সঙ্গে জড়িত থাকতে পেরে একজন নারী হিসাবে যারপরনাই আনন্দিত। এই শো থেকে অংশগ্রহণকারিণীরা তো বটেই, যাঁরা খেলবে বলে আবেদন করেছিলেন তাঁরাও পুরস্কার হাতে, হাসিমুখে ফিরেছেন বাড়ি। অভিনেত্রীর মতে, ‘অপরাজিতা’র এই বিষয়টি তাঁর সবথেকে ভাল লেগেছে। 

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক তথা কীর্তনশিল্পী অদিতি মুন্সি। ছিলেন বরাহনগরের বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান নিজেদের পারফরম্যান্স দিয়ে আরও জমিয়ে দিয়েছিলেন গায়ক রূপঙ্কর এবং পদ্মশ্রী সম্মানে ভূষিত ঢাকি গোকুলচন্দ্র দাস।