সংবাদ সংস্থা মুম্বই: চার বছর আগে প্রযোজক করণ জোহার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজার মুক্তির পর থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদ বেড়েছে। এবার প্রকাশ্যে এল ছবির সমস্ত মুখ্য চরিত্রের পোস্টার। আর সেখানেই বাজিমাৎ করলেন অনন্যা পাণ্ডে! সাহসী, দৃঢ়, এবং প্রবল ব্যক্তিত্বময়ী উকিলের ভূমিকায় হাজির হলেন তিনি। তাঁর অভিনীত চরিত্রের নাম 'দিলরীত গিল'। অনন্যার চাহনিতেই যেন ঝরে পড়ছে আগুন!

 

শুক্রবারেই মুক্তি পেল অনন্যা অভিনীত দিলরীত-এর বিশেষ ঝলকের। সাদা শাড়িতে অনন্যার হাতে ধরা গুরুত্বপূর্ণ নথিপত্রের ফাইল। চোখেমুখে জেদ, ঠোঁটের কোণে দৃঢ়তা। আর ভয়েসওভার? সরাসরি বুক কাঁপানো – “সেদিন জলিয়ানওয়ালা বাগে যা হয়েছিল, তার সত্যিটা পৃথিবীর প্রত্যেক মানুষকে জানতেই হবে!”

 

অন্যদিকে, আর. মাধবন হচ্ছেন রহস্যময় ‘নেভিল ম্যাকিনলে’। সি শংকরণ নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। অক্ষয়কোর্টরুমে ব্রিটিশ জজের সামনে দাঁড়িয়ে শুনছেন অপমান— তাঁকে বলা হচ্ছে “ভুলো না, তুমি এখনও ব্রিটিশ সাম্রাজ্যের দাস!” কিন্তু, অক্ষয় যেন দাবানলের অদম্য, লেলিহান আগুন। ভরা আদালতে  ব্রিটিশরাজের বিচারকের উদ্দেশ্যে বিরুদ্ধে ভেসে আসে  ‘যোগ্য ভাষায়’

 

২০১৯-এর ব্লকবাস্টার ‘কেশরী’-র পর এবার আরও বড় লড়াই, আরও গা শিউরে ওঠা গল্প নিয়ে আসছে ‘কেশরী চ্যাপ্টার ২’। অক্ষয়ের সঙ্গে এবার অনন্যা, মাধবন ও আরও চমকপ্রদ চরিত্র।