নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে 'আমার বস'-এর প্রচারে ব্যস্ত 'উইন্ডোজ প্রোডাকশন হাউজ'। এই ছবিতেই বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে ফের কাজ করতে চলেছেন তিনি। পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে এই ছবির মাধ্যমে আবারও বাংলা সিনেমায় ফিরছেন রাখি গুলজার।
বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ননীচোরা দাস বাউলের। তাঁর সুরের জাদুতে চোখের জল আটকাতে পারেননি রাখি গুলজার। সম্প্রতি, সেই মুহূর্তের ঝলক সমাজমাধ্যমে তুলে ধরেছে প্রযোজনা সংস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর মুম্বইয়ের আবাসনে পৌঁছেছিলেন 'টিম বহুরূপী'। সেখানে গত বছর পুজোয় মুক্তি পাওয়া 'বহুরূপী'র জনপ্রিয় গান 'শিমুল পলাশ' গেয়ে শোনাচ্ছেন ননীচোরা। তাঁর সুরের জাদুতে আবেগপ্রবণ অভিনেত্রী। গান শেষ হতেই আশীর্বাদ করে নিজের হাতে মিষ্টি খাইয়ে দেন ননীচোরাকে।
'আমার বস'-এর সঙ্গে 'বহুরূপী'র এই মেলবন্ধন স্মৃতির পাতায় উজ্জ্বল, তা বুঝিয়ে দিলেন নন্দিতা-শিবপ্রসাদ। প্রসঙ্গত, 'আমার বস'-এ রাখি গুলজারের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, গৌরব চট্টোপাধ্যায় এবং ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। 'উইন্ডোজ প্রোডাকশন'-এর ব্যানারে ১৬ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
