সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
বরুণের কোন জিনিসটা প্রিয় আলিয়ার?
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের। একবার মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে আলিয়া জানান, বরুণ ধাওয়ানের ইন্সটাগ্রাম তাঁর সবচেয়ে প্রিয়। তিনি এও বলেন যে, 'বদ্রীনাথ কী দুলহানিয়া' ছবিতে অভিনয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় বরুণের অনুরাগীদের সংখ্যা অনেক বেড়েছে আলিয়ার থেকে।
'স্ত্রী ২'-এর সঙ্গে 'কল্কি'র যোগ
'স্ত্রী ২'-এ 'সারকাটা'র চরিত্রে অভিনয় করে দর্শকের থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা,কুস্তিগীর সুনীল কুমার। পাঞ্জাব পুলিশের একজন আধিকারিকও তিনি। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে শুধু 'স্ত্রী ২'-এ নয় নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি'-তেও অমিতাভ বচ্চনের 'বডি ডাবল'-এর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী বেশকিছু অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
নারীকেন্দ্রিক ছবিতে সুযোগ পাননি মাধুরী, শ্রীদেবী!
নব্বই দশকে বলিউডের ছবিতে নারীদের গুরুত্ব নিয়ে কথা বলেছেন জাভেদ আখতার। সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই সময় শ্রীদেবী বা মাধুরী কেন নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। তিনি বলেন, "সেই সময় সমাজ নারীদের অস্তিত্বকে অতটা গুরুত্ব দিত না, তাই সেই ছবিই ফুটে উঠত পর্দায়। নায়িকাদের নায়কের সঙ্গে প্রেমটাই দর্শক দেখতে চাইতেন। তাই মাধুরী বা শ্রীদেবীর মধ্যে প্রতিভা থাকলেও তা কোনওদিন বহিঃপ্রকাশ হয়নি।"
