সংবাদ সংস্থা মুম্বই: মঙ্গলবার মুক্তি পেয়েছে অজয় দেবগণের নতুন ছবি ‘রেইড ২’-এর ট্রেলার। ফের একবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নামছেন অজয় অভিনীত চরিত্র 'অময় পটনায়েক'। ছবিতে প্রধান খলচরিত্রে এবার রয়েছেন রীতেশ দেশমুখ- এক ক্ষমতাশালী দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের ভূমিকায়। ছবি নির্মাতাদের দাবি, ‘রেইড’-এর তুলনায় ‘রেইড ২’-এর গল্প এবার অনেক বড়, সংঘাত আরও তীব্র।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মঞ্চে হঠাৎই এক সাংবাদিক অজয়কে প্রশ্ন ছুঁড়ে দেন — “যদি সলমন খান অথবা শাহরুখ খানের বাড়িতে রেইড পড়ে, আপনি কী করবেন?” প্রশ্ন শুনে খানিকটা চমকে গেলেও, মুহূর্তের মধ্যে নিজেকে সামলে একঝটকায় একদম ফিল্মি জবাব দিলেন অজয় —“আরে, আমি তো অফিসার শুধু সিনেমাতেই। বাস্তবে ওদের বাড়িতে গেলে কী ম্যানেজ করব জানি না। ওদের বাড়িতে রেইড পড়লে আমি বাড়িতেই বসে থাকব, আর যদি আমার বাড়িতে রেইড পড়ে, ওরাও তাই করবে।” অজয়ের এহেন মজাদার জবাব শুনে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে।
প্রসঙ্গত, ‘রেইড ২’ মুক্তি পাচ্ছে আগামী ১ মে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজকুমার গুপ্ত। প্রযোজনায় ভূষণ কুমার ও কুমার মঙ্গত পাঠক। ২০১৮ সালের ব্লকবাস্টার ‘রেইড’-এর এই সিক্যুয়েলেও দেখা যাবে দুর্নীতির বিরুদ্ধে এক নিঃসঙ্গ লড়াইয়ের গল্প, এইবার আরও বড় ক্যানভাসে।
“আমি আসছি... সঙ্গে আনছি গোটা মহাভারত!” — ছবির ঝলকে এই সংলাপ-ই ইঙ্গিত দিচ্ছে ভয়ংকর সংঘর্ষের নাদ-এর। যেখানে পরিষ্কার, শুধু অভিযান নয়, এটা রীতিমতো এক ‘ধর্মযুদ্ধ’ দুর্নীতির কুলগুরুর বিরুদ্ধে। একদিকে অজয়ের টিম—সাহসী, গোয়েন্দাগিরিতে ওস্তাদ। অন্যদিকে শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে রাজনৈতিক শক্তি। অভিযান শুধু শারীরিক নয়, মানসিক-ও। ছল-চাতুরি, বুদ্ধির প্যাঁচ, বিস্বাসঘাতকতা আর উত্তেজনায় ঠাসা। ঝলকে অজয় যেন এক চক্রব্যূহ রচনা করেছেন—যার বাইরে আসা রীতেশের পক্ষে অসম্ভব!
এই টানটান থ্রিলারকে আরও গাঢ় করেছে আগের ‘রেইড’ ছবির প্রসঙ্গ। পুরনো লখনউ অভিযান আর তার প্রভাব আজও স্পষ্ট, কিন্তু এবার লড়াই জাতীয় স্তরের। ঝলকে বাণী কাপুর এনেছেন মানবিক স্পর্শ, অজয়ের স্ত্রীর চরিত্রে উষ্ণতা ছড়িয়েছেন। সৌরভ শুক্লা রয়েছেন সেই চেনা রহস্য-ঘন ম্যাজিকে। অজয়ের সংলাপই বলে দিচ্ছে—এইবার লড়াই আর শুধু রেইড নয়, এ এক মহাযুদ্ধ!
