সংবাদ সংস্থা মুম্বই: ভূতের দুনিয়া থেকে মজার চরিত্রে ফেরার সময় এসেছে আয়ুষ্মান খুরানার। ‘ড্রিম গার্ল ২’ হিট হওয়ার পর আবার বড়পর্দায় ফিরছেন তিনি ‘থামা’ নিয়ে — আদিত্য সতপোদার পরিচালিত এই ছবিটি দীনেশ ভিজনের হরর-কমেডি ইউনিভার্সের অংশ। মুক্তি পাচ্ছে ২০২৫-এর দীপাবলিতে।

 

বলিউডের হরর-কমেডি ব্রহ্মাণ্ডের আগামী সংযোজন ‘থামা’-র পর ২০২৬-এ মুক্তি পাবে আয়ুষ্মানের স্পাই-কমেডি। ধর্মা প্রোডাকশনের এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন সারা আলি খান। অ্যাকশন আর কৌতুকের মিশেলে তৈরি হচ্ছে এই ঝকঝকে এন্টারটেইনার।সূত্রের খবর, এবার আয়ুষ্মান সই করেছেন এক আউট-অ্যান্ড-আউট ফ্যামিলি কমেডির জন্য। প্রযোজনায় ভূষণ কুমার ও জুনো চোপড়া, যারা এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘পতি পত্নী ঔর ওহ’ ছবিতে।

 

সূত্র জানিয়েছে, এই ছবি একদিকে সিচুয়েশনাল কমেডি, আবার অন্যদিকে থাকবে স্ল্যাপস্টিকের ছোঁয়া। আয়ুষ্মান অনেকদিন ধরেই এমন চিত্রনাট্য খুঁজছিলেন। এবার সেটাই পেয়ে গেছেন।”ছবির শুটিং শুরু হচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে, স্টার্ট-টু-ফিনিশ শিডিউলেই হবে শুটিং। পরিচালক ও ছবির নাম এখনও গোপন রাখা হয়েছে, তবে জানা গিয়েছে, ছবিটি পরিচালনা করবেন এই ঘরানারই একজন সফল পরিচালক। নায়িকা ও অন্যান্য চরিত্রে নেওয়া হবে নামীদামি অভিনেতাদের।

 

এই কমেডি ছবির কাজ শেষ করেই আয়ুষ্মান নামবেন সোজা সূরজ বরজাতিয়ার ছবি করতে। নভেম্বর থেকে শুরু হবে সেই পারিবারিক ড্রামেডির শুটিং, যেখানে আয়ুষ্মানকে দেখা যাবে বরজাতিয়ার ক্লাসিক ‘প্রেম’ চরিত্রের স্টাইলে। তিনি নিজেই জানিয়েছেন, “পর্দায় ‘প্রেম’ হওয়া মানে স্বপ্নপূরণ।”