নিজস্ব সংবাদদাতা: 'প্রেমে পড়া বারণ' ও 'বসন্ত এসে গেছে'র সাফল্যের পর আসছে 'আড্ডা টাইমস'-এর নতুন প্রেমের গল্প 'দেখেছি তোমাকে শ্রাবণে'। সামনে এল এই সিরিজের প্রথম ঝলক।
মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় ও নেহা আমনদীপকে।

ব্যবসায়ী পরিবারের কর্তা 'বিশ্বনাথ'। তার ছেলে 'রুদ্র' প্রেমে পড়ে 'ইরা'র। 'ইরা' একজন বিধবা গৃহবধূ। অতীতকে আঁকড়ে জীবন কাটায় সে। তাই 'রুদ্র'র ভালবাসা বারবার ফিরিয়ে দেয়। এরমধ্যেই তাদের মাঝে বাধা হয়ে আসে 'রুদ্র'র বাবা 'বিশ্বনাথ'। 'ইরা' আর 'রুদ্র' কি সব বাধা পেরিয়ে এক হতে পারবে? এই গল্পই বলবে 'দেখেছি তোমাকে শ্রাবণে'।

'রুদ্র' ওরফে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম কাজ 'আড্ডা টাইমস'-এর সঙ্গে। তাঁর কথায়, "এমন একটা মিষ্টি প্রেমের গল্পে আমায় ভাবার জন্য সত্যিই কৃতজ্ঞ। গল্পটা আমার খুব কাছের হয়ে উঠেছে অভিনয় করতে গিয়ে। আশাকরি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নেবে এই সিরিজটি।"

এই সিরিজের মাধ্যমে ওয়েব ডেবিউ হতে চলেছে নেহা আমনদীপের। তাঁর কথায়, "এই চরিত্রটার মধ্যে অনেক ওঠাপড়া রয়েছে, এই ধরনের চরিত্রে আগে কখনও কাজ করি। দর্শকের চোখে একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছি।"

সিরিজে 'বিশ্বনাথ'-এর ভূমিকায় ভরত কল। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন তুলিকা বসু, ময়না মুখোপাধ্যায়, আদিত্য বক্সী, বুদ্ধদেব ভট্টাচার্য। অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত এই সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি, গানগুলো গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী এবং দেবায়ন। চলতি বছর সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিরিজটি।