নিজস্ব সংবাদদাতা: বাঙালি মানেই রহস্য প্রেমী। বাংলার দর্শক এখন থ্রিলারেই মজে। তাই সেই কথা মাথায় রেখে আসছে একের পর এক সিনেমা, সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মগুলোও এগিয়ে রয়েছে এই দৌড়ে। 

 

 

 

যুগে যুগে অসত্যের বিনাশে এগিয়ে এসেছেন নারী। কখনও উর্দিতে কখনও সাধারণ চেনা মানুষের রূপে। পরিস্থিতিও বদলে দিয়েছে লড়াইয়ের সমীকরণ। ঠিক এইরকম সত্য-অসত্যর লড়াইয়ের গল্প বলতে আসছে এক মহিলা গোয়েন্দা! 

 

 

 

না, 'মিতিন মাসি' নয়। এবার একেবারে নতুন এক মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় হবে দর্শকের। পরিস্থিতিই তাঁর হাতে তুলে দিয়েছে আতস কাচ। আসছে ভরপুর রহস্যে ঘেরা গোয়েন্দা সিরিজ। পরিচালনায় জয়দীপ বন্দ্যোপাধ্যায়। 

 

 

 

সূত্রের খবর, মহিলা গোয়েন্দার চরিত্রে সম্ভবত দেখা যেতে পারে অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে। যদিও এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিরিজের কাজ। চলছে চিত্রনাট্য ঘষামাজা ও অভিনেতা নির্বাচন পর্বও। সূত্রের খবর, বাংলার এক ওটিটি প্ল্যাটফর্মে আসছে এই সিরিজ।