সংবাদসংস্থা মুম্বই: বলিউডের এভারগ্রীন তারকা তিনি। আট থেকে আশি সবাই তাঁর প্রেমে মগ্ন। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের অন‍্যতম সেরা অভিনেত্রী রেখা। আজও অভিনেত্রীর সৌন্দর্য আর গ্ল‍্যামারে মুগ্ধ তাঁর অগুণতি ভক্ত। জীবনে অনেক উত্থান-পতন দেখেছেন রেখা। সিনেমার ট্র্যাজেডির থেকে কোনও অংশে কম নয় তাঁর জীবন।

 

খুব অল্প বয়সেই অভিনয় জগতে পা দেন রেখা। তবে অভিনেত্রী হতে কোনওদিনই চাননি তিনি। এর আগে মুম্বই সংবাদ মাধ্যমকে দেওয়া বহু সাক্ষাৎকারে পেশায় একজন বিমান সেবিকা হতে চেয়েছিলেন তিনি। সারা বিশ্ব ভ্রমণের সখ ছিল তাঁর। কিন্তু ভাগ্য তাঁর সাধ দেয়নি৷ তবে বিমান সেবিকা না হয়েও অভিনেত্রী হওয়ার পরে সারা বিশ্ব ভ্রমণ করে নিজের সখ পূরণ করেন রেখা।

 

স্টার প্লাসের ধারাবাহিক 'গুম হ্যায় কিসিকে প্যায়ার মে'-তে আসছে বড়সড় লিপ। গল্পের নতুন মোড়ে একেবারে অন্যখাতে বইবে রজত, স্যাভি ও সাই-এর জীবন। নতুন প্রোমোও সামনে এসেছে ইতিমধ্যেই। সেখানেই চমক হয়ে ধরা দিয়েছেন রেখা। এবার কি ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী? গল্পে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে? প্রোমো সামনে আসতেই এইসব প্রশ্ন ঘুরে চলেছে দর্শকের মনে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখে কুলুপ অভিনেত্রীর।