সংবাদসংস্থা মুম্বই: চলছিল 'সিকান্দর'-এর শুটিং। তাঁর মাঝেই শরীরচর্চা করতে গিয়ে পায়ে গুরুতর চোট লাগে অভিনেত্রী রশ্মিকা মন্দানার। এই ঘটনার পর রশ্মিকাকে প্রথমবার বিমানবন্দরে দেখা গিয়েছে। মুখ ঢেকে বিমানবন্দরে ঢুকেছেন তিনি। নিজের পায়ে ভর দিয়ে ভাল ভাবে হাঁটতেও পারছেন না রশ্মিকা। বিপাকে ছবির শুটিং। এর মাঝেই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা শোনা গেল রশ্মিকার মুখে। 

 


তাঁর আসন্ন ছবি 'ছাবা'র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে অবাক করা কথা বললেন অভিনেত্রী।‌ ছবিতে মারাঠা রাণী যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ায় অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন অভিনেত্রী। এই চরিত্রের পর অভিনয় থেকে অবসর নিতে পারলেও তিনি খুশি হবেন বলে জানান তিনি।

 

লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবিতে অভিনেতা ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করছেন রশ্মিকা। যশুবাঈয়ের চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। একজন দক্ষিণী মেয়ে হয়েও এই চরিত্রে অভিনয় করতে পেরে এতটাই আপ্লুত তিনি। এবার অভিনয় থেকে অবসর নিলেও একটুও দুঃখ পাবেন না তিনি, এমনটাই জানিয়েছেন রশ্মিকা। 

 

'ছাবা'য় ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা। 

 

প্রসঙ্গত, চোট পাওয়ার পর এক পায়ে ব্যান্ডেজ বেঁধে হুইলচেয়ারে বিমানবন্দরে দেখা গিয়েছে রশ্মিকাকে। এই অবস্থায় 'ছাবা'র প্রচারেও দেখা গেল তাঁকে। এক পায়ে ভর দিয়ে মঞ্চে এলেন অভিনেত্রী। তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সহ-অভিনেতা ভিকি কৌশল। দুই তারকার এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।