সংবাদ সংস্থা, মুম্বই: সময়ের সঙ্গে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অপব্যবহারও। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় টেকনোলজির অপব্যবহারের শেষ নেই। কখনও ডিপফেক, আবার কখনও অভিনেত্রীদের ছবি নিয়ে নানান কারসাজি। এই নিয়ে সোচ্চার হয়েছেন বারবার তারকারা। কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি। এবার সেই হেনস্থার শিকার হলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাঁর ছবির অপব্যবহার করার জন্য কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, এক যুবক নিজের ছবির সঙ্গে ফটোশপ করে ম্রুণালের ছবি জুড়ে দেন। যেন ওই অপরিচিত যুবকের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন অভিনেত্রী। যা দেখে প্রথমে চমকে যান ম্রুণাল। তারপর বিষয়টি পরিষ্কার হতেই রেগে যান তিনি। যুবকের ওই পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কেন নিজেকে এভাবে সান্ত্বনা দিচ্ছেন? যা করছেন তা দারুণ ব্যাপার মনে হচ্ছে? তা কিন্তু একেবারেই নয়।’
ম্রুণাল জানিয়েছেন, তিনি প্রথমে নিজের ছবি দিয়ে কারসাজি দেখে অবাক হয়েছিলেন। পরে ওই যুবকের প্রোফাইলে গিয়ে দেখেন, শুধু তিনিই নন, এমন প্রযুক্তিগত হেনস্থার শিকার হয়েছেন আরও অনেক অভিনেত্রী। ওই যুবক নিজের সঙ্গে বিভিন্ন সময়ে একাধিক অভিনেত্রীর ছবি ব্যবহার করে এসেছেন। যা দেখে আরও বিস্মিত হয়ে যান ‘সুপার ৩০’র নায়িকা।
প্রসঙ্গত, এর আগে রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। ২০২৩ সালের নভেম্বর মাসের সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন দক্ষিণী অভিনেত্রী। শুধু তিনি নন, এরপর ক্যাটরিনা কাইফ, বিরাট কোহলির সহ অনেককে হেনস্থার শিকার হতে হয়। প্রযুক্তির এই অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন ম্রুণাল। এরপর একে একে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করতে শুরু করেন তিনি। কিছুদিন আগেই অভিনেত্রীকে দেখা যায় ‘কাল্কি ২৮৯৮এডি’ ছবিতে। এছাড়াও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলুগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-তে ছিলেন তিনি।
