নিজস্ব সংবাদদাতা: হাসপাতালে ভর্তি ময়না মুখোপাধ্যায়? মাথায় ব্যাণ্ডেজ বেঁধে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী অভিনেত্রী! ভাইরাল ছবি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ময়নার হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি। আর তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে। অর্থাৎ ছোটপর্দার 'ফুলকি'কে।
কিন্তু হঠাৎ কী হল অভিনেত্রীর? আসলে এই ঘটনা বাস্তবে নয়, এই ঘটনা ঘটেছে 'ফুলকি'র গল্পে। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী কপালে চোট পেয়েছে ফুলকির বড়মা। ময়না মুখোপাধ্যায় নিজের ইনস্টা হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে সঙ্গে রয়েছে ফুলকি। সেই ছবির ক্যাপশনে লেখা, 'সরাসির ফুলকির সেট থেকে।' অপরটি হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি। সঙ্গে স্পষ্ট তাঁর মাথায় ব্যাণ্ডে বাঁধা।
এই ছবি পোস্ট করা মাত্রই নিমেষে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মন্তব্যে এতক্ষণে ভরে গিয়েছে ময়নার পোস্ট। তবে অনেকেই বুঝতে না পেরে অভিনেত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। বাস্তবে যদিও একেবারে সুস্থ তিনি। চুটিয়ে অভিনয় করছেন ধারাবাহিকে।
