নিজস্ব সংবাদদাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার আবহে কলকাতা শহরে একের পর এক উঠছে যৌন হেনস্থার অভিযোগ। এবং তা উঠেছিল টলিপাড়ার অন্দর থেকেই। জনপ্রিয় তারকা-পরিচালক অরিন্দম শীল ছবির চিত্রনাট্য বোঝাতে গিয়ে অভিনেত্রীকে সপাটে চুমু খেয়ে বসেন। এরপরেই মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন ওই টলি-অভিনেত্রী। 

 

 

এবার পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। ওই অভিনেত্রীই সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সূত্রের খবর, পরিচালকের বিরুদ্ধে ৩৫৪ ও ৫০৪ ধারায় একটি মামলা রুজু হয়েছে।

 

 

এর আগে অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হন অরিন্দম শীল। এই কাণ্ডের ভিত্তিতে অরিন্দম শীলকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের কমিটি থেকেও বরখাস্ত করা হয়েছিল। 

 

 

এফআইআর দায়ের করায়, ঘটনা আরও গভীরতা পেয়েছে। ন্যায় বিচার চেয়ে অভিযোগকারিণীর পাশে দাঁড়িয়েছেন টলিপাড়ার অভিনেত্রীরাও। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শ্রীলেখা মিত্র একযোগে রুখে দাঁড়িয়েছেন এই পরিস্থিতিতে।

এবার এই ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা জানালেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "আমার সঙ্গে অতীতে যা হয়েছে তা নিয়ে আর কথা বাড়াতে চাই না। বর্তমানে শুধু টলিউড ইন্ডাস্ট্রির মেয়েদের নয়, সকল মেয়েদের উদ্দেশ্যে বলব, মনে সাহস আনো। 'না' বলতে শেখো।"

 

 

চান্দ্রেয়ী-এর কথায়, "আমাদের ইন্ডাস্ট্রি বহু পুরনো, সব ধরনের মানুষ আছেন এখানে। আমার মনে হয় রুখে দাঁড়ানোর সময় এসেছে। মুখোশের আড়ালে থাকা সত্যিটা এবার টেনে বের করা উচিৎ।"