নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যেই হয়ে গিয়েছে অরিন্দম শীল পরিচালিত অরুনিমা ঘোষ অভিনীত 'ইস্কাবনের বিবি' ছবির শুটিং। সম্ভবত এই বছর মুক্তির কথা চলছিল। তবে পরিচালক সাসপেন্ড হওয়ার পর কি মুক্তির আলো দেখবে এই ছবি? কী বললেন অভিনেত্রী অরুনিমা ঘোষ।
সম্প্রতি খুলে গেল অউধ-এর ১৪তম শাখা। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন অভিনেত্রী অরুনিমা ঘোষ। অরুনিমার কথায়, "বিরিয়ানি খেতে খুব ভালবাসি, বিশেষ করে অউধের পর্দা বিরিয়ানি ও সাহি টুকরা, কোথাও না গেলেও তাই এইখানে ঠিক চলে এসেছি।"
তিনি আরও বলেন, "বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের মতো করে কাজ করার সুযোগ পাচ্ছি সেটাই অনেক বলে মনে করি। নতুন ওয়েব সিরিজ মুক্তির কথা রয়েছে সামনেই, সেই কাজগুলোর অপেক্ষাতেই আছি।"
'ইস্কাবনের বিবি' ছবির মুক্তি নিয়ে কী দুশ্চিন্তায় রয়েছেন অরুনিমা ঘোষ? অরুনিমার কথায়, "আশা করা যায় সবকিছু ঠিক হয়ে যাবে। তবে যে পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমাদের তা একেবারেই কাম্য নয়। তবে এই ঘটনা নিয়ে কিছু বলতে পারব না কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম না। সত্যিটা সামনে আসুক এটা অবশ্যই চাই, এবং আরও অনেক সচেতন হওয়া প্রয়োজন নির্বিশেষে এটাই বলতে পারি। পরিস্থিতি ঠিক হলে ছবি মুক্তির আশায় থাকব।"
