তার চোখে করুণা, হাতে ত্রিশুল। নারী নয়, সে এক শক্তির রূপ। দুর্গাপুজোর আবহে এক নারী শক্তির গল্প ফুটে উঠবে বড়পর্দায়। সন্দীপ সাথীর পরিচালনায় বড়পর্দায় আসছে বাংলা ছবি 'শ্রী দুর্গা'। যদিও এই ছবির মুক্তি দুর্গাপুজোয় নয়। তবে পুজোর আবহেই, অর্থাৎ জগদ্ধাত্রী পুজোয় বড়পর্দায় আসছে এই ছবিটি। প্রযোজনায় 'লেজেন্ড ফিল্মস'। 

 


একজন সাধারণ নারীর ঘরে-বাইরে লড়াইয়ের গল্প বলবে এই ছবি। নারীর পরিচয় কখনও মেয়ে, কখনও মা, দায়িত্ব তার কাঁধে সব সময় বর্তমান। কিন্তু নারী মনের খোঁজ ক'জন রাখে? একজন নারীর পরিচয় সে নিজেই। এক করুণাময়ী মা যে পরিস্থিতির চাপে রণক্ষেত্রের দেবী হয়ে উঠতে পারেন, সেই বার্তাই দিতে আসছে 'শ্রী দুর্গা'।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sathi Films (@sathifilms)