নিজস্ব সংবাদদাতা: অভিনেত্রী হতে গেলে চেহারা বাধা হয় না। প্রতিভা কখনও ওজনে চাপা পড়ে থাকে না। এই সংজ্ঞা সকলের মনে আরও একবার তরতাজা করেছেন অভিনেত্রী অনন্যা সেন।
'মন ফাগুন' ধারাবাহিকে ঋষির খুড়তুতো বোন সৌমী চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের ভালবাসা কুড়িয়েছিলেন। 'মন ফাগুন'-এর আগেও 'রানু পেল লটারি' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। শুধু ছোটপর্দা নয় বড়পর্দা, ওয়েব সিরিজ এমনকি থিয়েটারেও একাধিক কাজ করেছেন। পরিচালক মৈনাক ভৌমিকের ছবি 'একান্নবর্তী'তে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের মেয়ের চরিত্রে তার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলেছে। এমনকী 'হইচই'-এর সিরিজ 'গভীর জলের মাছ'-এও নজর কেড়েছিলেন অনন্যা।
তবে এবার তিনি পা রাখতে চলেছেন বলিউডে। প্রথমবার মুম্বইয়ে কাজ করতে চলেছে এই বাঙালি অভিনেত্রী। তাও আবার বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে। রাজ চক্রবর্তী বলিউডে তাঁর পরিচালিত বাংলা সিনেমা 'পরিণীতা'র রিমেক আনতে চলেছেন। তবে হিন্দির 'পরিণীতা' ছবি নয়, সিরিজের আকারে আসবে। আর এই হিন্দি সিরিজেই অভিনয় করবেন অভিনেত্রী অনন্যা সেন। সম্ভবত তাঁকে নায়িকার বান্ধবীর চরিত্রে দেখা যেতে চলেছে।
এই সিরিজের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী লাবণী সরকারও। জানা যাচ্ছে, বাংলা 'পরিণীতা'য় মেহুলের মায়ের ভূমিকায় ছিলেন তুলিকা বসু। আর হিন্দি সিরিজে সেই চরিত্রেই অভিনয় করতে চলেছেন লাবণী সরকার। হাওড়া ব্রিজ, উত্তর কলকাতার অনেকটা জুড়েও চলবে শুটিং এর কাজ। ইতিমধ্যেই জোর কদমে চলছে সিরিজের শুটিং।
