নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'তোমাদের রানী' ধারাবাহিকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন নায়িকা 'রানী' অর্থাৎ অভিকা মালাকারকে। আজও রানী-দূর্জয় জুটিকে পছন্দের তালিকা থেকে বাদ দেননি অনুরাগীরা। 

 

 

ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই 'দূর্জানী' জুটির ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। তবে অর্কপ্রভকে এই মুহূর্তে দর্শক দেখছেন জলসার 'দুই শালিক'-এ। অর্কপ্রভর সঙ্গে না হলেও এবার নতুন কাজে ফেরার খবর এল অভিকার।

 

 

সূত্রের খবর, এবার বলিউডে পা রাখতে চলেছেন অভিনেত্রী। 'বয়হুড প্রযোজনা সংস্থা'র ব্যানারে স্টার প্লাসে আসছে নতুন ধারাবাহিক। সেখানেই হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ফারমান হায়দারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিকা। জানা যাচ্ছে, 'তোমাদের রানী'র গল্পেরই রিমেক হতে চলেছে নতুন এই ধারাবাহিক। 

 

 

এই খবরের সত্যতা যাচাই করতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান প্রস্তাব এসেছে তাঁর কাছে। তবে এখনও কিছু চূড়ান্ত নয়। 

 

 

এর আগে, অভিকার ফেরার কথা ছিল স্টার জলসাতেই। 'রাঙামতি তিরন্দাজ' ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ফেরার কথা ছিল তাঁর।‌ কিন্তু শেষমেশ এই ধারাবাহিকে দেখা যায়নি তাঁকে। তাঁর জায়গায় 'রাঙা'র চরিত্রে অভিনয় করছেন নবাগতা মনীষা মন্ডল। 

 

 

 

হিন্দি ধারাবাহিকে অভিকার নতুনভাবে ফেরার খবর সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। ইতিমধ্যে, সমাজ মাধ্যমেই অভিনেত্রীকে সাধুবাদ জানাতে শুরু করেছেন নেটিজেনরা।