নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। গত বছরের শুরুতে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তাঁরা। জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে তাঁদের প্রেমের শুরু। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে না বললেও খুব বেশি দিন লুকোছাপা করেননি যুগল। কয়েকদিন আগেই বাগদান পর্ব সেরেছেন রুবেল-শ্বেতা। আর এবার শীঘ্রই চার হাত এক করবেন টলিপাড়ার এই জুটি।
দুই পরিবার এবং কাছের বন্ধুবান্ধবদের নিয়ে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুবেল-শ্বেতা। আগামী ১৯ জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন তাঁরা। দু’জনেই এখন অপেক্ষায় সেই বিশেষ দিনের।
বিয়ের মাত্র কয়েকদিন আগে রোম্যান্টিক ভিডিও প্রকাশ্যে আনলেন রুবেল-শ্বেতা। হাজারো ব্যস্ততার মধ্যেও শহর থেকে দূরে প্রি-ওয়েডিং শ্যুট সেরে ফেলেছেন তারকা জুটি। কখনও হলুদ ড্রেস ও পাঞ্জাবিতে, আবার কখনও শাড়ির সঙ্গে মানানসই পাঞ্জাবি- আদুরে ভিডিওতে ধরা দিয়েছেন যুগল। একে অপরের আরও কাছাকাছি এলেন। রুবেল কখনও ভালবাসার চুমু এঁকে দিচ্ছেন শ্বেতার গালে ও কপালে, আবার চলতে গিয়ে পড়ে গেলে হবু স্ত্রীকে বাঁচাচ্ছেন রুবেলই। জনপ্রিয় বাংলা গানের সঙ্গে জুটিতে নানা মুহূর্তে দেখা গেল এই ভিডিওতে।
ইতিমধ্যেই সামনে এসেছে রুবেল-শ্বেতার বিয়ের কার্ড। লাল রঙের কার্ডে লেখা রয়েছে 'বিয়ের গল্প কথা'। কিছুদিন আগেই দুই পরিবারকে নিয়ে আশীর্বাদ পর্ব সেরেছেন তারকা জুটি। দু'জনের কাছেই পরিবার খুব গুরুত্বপূর্ণ। তাই যে কোনও অনুষ্ঠানে পরিবারকে নিয়েই উদযাপন করেন তাঁরা। বর্তমানে শ্বেতা ও রুবেল উভয়েই দুই ধারাবাহিকের কাজে ব্যস্ত। তবে তার মধ্যেও সময় করে বিয়ের সব আয়োজন সারছেন তাঁরা। নতুন বছরের শুরুতেই জীবনের নতুন অধ্যায় শুরু করবেন রুবেল-শ্বেতা, এখন শুধু দিন গোনার পালা।
