নিজস্ব সংবাদদাতা: বাণিজ্যিক সিনেমায় একটা সময় তিনি দর্শকের পছন্দের ‘খলনায়ক’। তাই সাফল্যের রেকর্ডও আকাশছোঁয়া অভিনেতা সুমিত গাঙ্গুলি। বহু সুপারহিট সিনেমায় যিনি মন ছুঁয়েছেন দর্শকের। নীল কটা চোখের সেই ভিলেনকে দর্শক শেষ দেখেছেন দেবের 'খাদান'-এ। এবার ছোটপর্দায় ফিরলেন অভিনেতা।
কিন্তু আর খলনায়কের চরিত্রে নয়। এবার ক্রাইম শো-এর সূত্রধরের চরিত্রে দেখা যাবে তাঁকে। সান বাংলায় আসছে নতুন শো, 'ক্রাইম ডায়রি'। এই শো-এ দেখানো হবে চারপাশে ঘটে চলা ভয়ঙ্কর ঘটনা। যা চোখের সামনে থাকলেও হদিশ পান না সাধারণ মানুষ। তাই দর্শককে আরও সতর্ক করতেই এই আসছে এই শো। প্রতিটি পর্বে থাকবে একটা করে নতুন গল্প। সেই গল্পের সূত্রধর হিসাবে থাকবে সুমিত গাঙ্গুলি। নতুন রূপে বহুদিন পর ছোটপর্দায় দেখা যাবে তাঁকে।
নাটকের মঞ্চ থেকে অভিনয়ের শুরু তাঁর। তারপর বাংলা ছবির জগতে প্রবেশ। হতে চেয়েছিলেন হিরো। নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে চেয়েছিলেন বড় পর্দায়। কিন্তু তিনি ভিলেন হয়ে গেলেন। হিরো আর হওয়া হল না। অভিনেতা যদিও স্বীকার করে নিয়েছেন, তাঁর যা চেহারা, তাতে ভিলেনটাই তাঁকে মানায়, নায়ক হতে পারবেন না। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন সুমিত। এরপর দেব, জিৎ-এর ছবির খলনায়কের চরিত্রেও নজর কেড়েছেন তিনি। এবার পালা, শো-এর। নতুন রূপে সান বাংলায় খুব তাড়াতাড়িই আসছেন অভিনেতা।
