সংবাদ সংস্থা মুম্বই : 'ভুল ভুলাইয়া' ৩ ছবিতে নাকি অভিনয় করবেন ফওয়াদ খান, গতকাল থেকেই এই গুঞ্জনে সরগরম ছিল আরব সাগরের তীরের শহর। আরও শোনা যাচ্ছিল, ছোট হলেও এই হরর-কমেডি ঘরানার ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে ফাওয়াদ অভিনীত চরিত্রটি। শুধু তাই নয়, ফিসফাস চলছিল কার্তিক আরিয়ানের সঙ্গেও নাকি পর্দায় মুখোমুখি হবেন এই পাকিস্তানি তারকা। মঙ্গলবার এই গুঞ্জনের রেশ তীব্র হয় আরও। এরপর তড়িঘড়ি 'ভুলভুলাইয়া ৩' ছবির প্রধান প্রযোজক ভূষণ কুমারকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে স্পষ্টভাবে তিনি বলেন, এই গুঞ্জনে বিন্দুমাত্র সত্যতা নেই। অর্থাৎ সোজা কোথায়, ভুল ভুলাইয়া ৩-তে থাকছেন না ফওয়াদ।
উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা গিয়েছিল দীর্ঘ এত বছর পর বলিউডে কামব্যাক করছেন এই সুদর্শন পাকিস্তানি অভিনেতা। ছবিতে তাঁর বিপরীতে নাকি দেখা যাবে বাণী কাপুরকে। বলিপাড়ার অন্দরের খবর, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, শুটিং হবে ব্রিটেনের নানা জায়গায়।
'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় পর্বে প্রধান ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বাংলার অভিনেত্রী প্রান্তিক দাসকে। এর আগে দেব অভিনীত ‘কিশমিশ’ ছবিতে ছোট্ট একটা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে থাকতে পারেন মাধুরী দীক্ষিতও, শোনা যাচ্ছে এমন কথাও।
প্রসঙ্গত, ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে ‘হরর কমেডি’ ঘরানার ছবিতে যুক্ত হয়েছিল ‘ভুলভুলাইয়া’র নাম। এই ছবিতে অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন।২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে অক্ষয়ের জুতোয় পা গলিয়েছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু সেখানে ছিলেন না বিদ্যা। কিন্তু এই তৃতীয় পর্বে যে থাকছেন বিদ্যা সেকথা জানিয়েছিলেন স্বয়ং ‘রুহ বাবা’ ওরফে কার্তিক আরিয়ান। রীতিমতো সমাজমাধ্যমে পোস্ট করে। পাশাপাশি জানিয়েছিলেন ভুল ভুলাইয়া ৩-এর মুক্তির তারিখও। চলতি বছরের দীপাবলিতে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা গিয়েছিল দীর্ঘ এত বছর পর বলিউডে কামব্যাক করছেন এই সুদর্শন পাকিস্তানি অভিনেতা। ছবিতে তাঁর বিপরীতে নাকি দেখা যাবে বাণী কাপুরকে। বলিপাড়ার অন্দরের খবর, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, শুটিং হবে ব্রিটেনের নানা জায়গায়।
'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় পর্বে প্রধান ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ান এবং তৃপ্তি দিমরিকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বাংলার অভিনেত্রী প্রান্তিক দাসকে। এর আগে দেব অভিনীত ‘কিশমিশ’ ছবিতে ছোট্ট একটা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে থাকতে পারেন মাধুরী দীক্ষিতও, শোনা যাচ্ছে এমন কথাও।
প্রসঙ্গত, ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে ‘হরর কমেডি’ ঘরানার ছবিতে যুক্ত হয়েছিল ‘ভুলভুলাইয়া’র নাম। এই ছবিতে অক্ষয় কুমার এবং বিদ্যা বালনের অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন।২০২২ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল। ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে অক্ষয়ের জুতোয় পা গলিয়েছিলেন কার্তিক আরিয়ান। কিন্তু সেখানে ছিলেন না বিদ্যা। কিন্তু এই তৃতীয় পর্বে যে থাকছেন বিদ্যা সেকথা জানিয়েছিলেন স্বয়ং ‘রুহ বাবা’ ওরফে কার্তিক আরিয়ান। রীতিমতো সমাজমাধ্যমে পোস্ট করে। পাশাপাশি জানিয়েছিলেন ভুল ভুলাইয়া ৩-এর মুক্তির তারিখও। চলতি বছরের দীপাবলিতে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
