নিজস্ব সংবাদদাতা: ২০১২ সালে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’ । এবার সেই ছবির সিক্যুয়েল বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের দ্বিতীয় পর্বের ছবিটির নাম হতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। এ খবর অবশ্য অনেক দিন আগেই জানা গিয়েছিল। এবারও তাঁর ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। বিপরীতে থাকবেন কৌশানী মুখোপাধ্যায়। তবে এই দু’জনের পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। অনিন্দ্যকে শেষবার সৃজিতের পরিচালনায় কাজ করতে দেখা গিয়েছিল ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘চতুষ্কোণ’-এ।
সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন অনিন্দ্য। অভিনেতার পোস্ট করা ছিটে দেখা যাচ্ছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র চিত্রনাট্য। যার উপরে নিজের হাতে অনিন্দ্যর উদ্দেশ্যে সৃজিত লিখেছেন, “টানেল এবার কথা বলবে!!!” এবং একেবারে নীচে লেখা, “ভালবাসা, সৃজিত মুখোপাধ্যায়।” প্রসঙ্গত, ‘চতুষ্কোণ’ ছবিতে ‘বোবা টানেল’ গাইতে দেখা গিয়েছিল অনিন্দ্যকে। সেই ‘বোবা টানেল’-এর কথা মাথায় রেখেই নিজসেও ছন্দে মজা করে এই কথা লিখেছেন সৃজিত।
আজকাল ডট ইন-এর তরফে অনিন্দ্যকে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই বলার মতো জায়গায় নেই। কারণ ছবি প্রযোজনা সংস্থার তরফে এখনও এই ছবি নিয়ে আনুষ্ঠানিকভাবে সেভাবে কিছু বলা হয়নি। তবে হ্যাঁ, ছবিতে তাঁর চরিত্রটি বেশ আকর্ষণীয় হতে চলেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত। এত বছর লাগল কেন সৃজিতের পরিচালনায় ফের কাজ করতে? অনিন্দ্যর জবাব, “সৃজিত আমার ভীষণ ভাল বন্ধু। এবং পরিচালক হিসাবে আমি ওঁর অনুরাগী। ব্যাপারটা এভাবে বলতে পছন্দ করব...অনেক বছর পর সৃজিতের মনে হয়েছে ওঁর সৃষ্ট কোনও চরিত্রে আমাকেই মানাবে, তাই উনি আমাকে এই প্রস্তাব দিয়েছেন। আমি যে ভীষণ খুশি সেটা আলাদা করে আর বলছি না। মনে হচ্ছে, ভাগ্যের চাকাটা ঘুরল অনেকদিন পর।” শুটিং কবে থেকে শুরু হচ্ছে কিলবিল সোসাইটি-র? অল্প হেসে অনিন্দ্যর জবাব, “আমার কাছেও পুরো ব্যাপারটা ধোঁয়াশা এখনও।”
তবে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সৃজিতের এই ছবিতে থাকতে পারে সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু-ও।
