সংবাদ সংস্থা মুম্বই: প্রায়ই শিরোনামে আসেন অভিনেতা তথা স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান বা কেআরকে। নামী-দামি সিনেমা থেকে তাবড় শিল্পী— তাঁর সমালোচনার হাত থেকে রক্ষা পান না কেউই। তার ফলও ভুগতে হয়েছে তাঁকে। বার কয়েক হাজতবাস করতে হয়েছে। তাই বলে কমল আর খান দমে যাননি। প্রায়শই বিস্ফোরক সব দাবি এবং টুইট করে থাকেন তিনি। তবে এবার খবরের শিরোনামে তাঁর আসার পিছনে দায়ী অমিতাভ বচ্চন!
আজ্ঞে হ্যাঁ। মঙ্গলবার কেআরকে ওরফে কমল আর খানকে নিয়ে অমিতাভ যা করলেন, তা নিয়ে বিপুল শোরগোল নেটদুনিয়ায়। সমাজমাধ্যমে কমলের নতুন গানের ভিডিও 'মেরে সাথিয়া'র প্রচার সারলেন খোদ 'বিগ বি'! ভিডিওটি পোস্ট করে ক্যাপশন "শুভকামনা" জানিয়েছেন 'শাহেনশাহ'। ভিডিওর পোস্টারে দেখা যাচ্ছে কালো রঙের একটি স্যুট পরে দাঁড়িয়ে রয়েছেন কেআরকে। তাঁর প্রায় বক্ষলগ্না হয়ে দাঁড়িয়ে দুই সুন্দরী। ডিজে শেজউডের সুরে এই ভিডিওর গানটি গেয়েছেন অঙ্কিত তিওয়ারি। এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন নীতিশ চন্দ্র।
কমল আর খানের প্রচার করছেন অমিতাভ, এই বিষয়টি এখনও বিশ্বাস করতে চাইছেন না নেটিজেনরা। আঁখো দেখি হালের পরেও অমিতাভের উদ্দেশ্যে এক নেটিজেনের ক্ষুব্ধ বক্তব্য, "স্যার কী করছেন? আপনার এতটাও খারাপ সময় আসেনি যে এই কার্টুনটার প্রচার করতে হবে আপনাকে!" অন্য এক নেটব্যবহারকারী তো তাঁর বিস্ময় সরাসরি বার্তার মধ্যেই ফুটিয়ে তুলেছেন -"এক মিনিট! কী দেখলাম এটা!"
প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও কেআরকে-এর উদ্দেশ্যে নিজের সমর্থন জানিয়েছেন অমিতাভ। বছর দুই আগে কমলের আত্মজীবনীরও প্রচার সমাজমাধ্যমে করেছিলেন অমিতাভ। বর্ষীয়ান অভিনেতার সুরে সুর মিলিয়ে কেআরকে-কে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান।
আজ্ঞে হ্যাঁ। মঙ্গলবার কেআরকে ওরফে কমল আর খানকে নিয়ে অমিতাভ যা করলেন, তা নিয়ে বিপুল শোরগোল নেটদুনিয়ায়। সমাজমাধ্যমে কমলের নতুন গানের ভিডিও 'মেরে সাথিয়া'র প্রচার সারলেন খোদ 'বিগ বি'! ভিডিওটি পোস্ট করে ক্যাপশন "শুভকামনা" জানিয়েছেন 'শাহেনশাহ'। ভিডিওর পোস্টারে দেখা যাচ্ছে কালো রঙের একটি স্যুট পরে দাঁড়িয়ে রয়েছেন কেআরকে। তাঁর প্রায় বক্ষলগ্না হয়ে দাঁড়িয়ে দুই সুন্দরী। ডিজে শেজউডের সুরে এই ভিডিওর গানটি গেয়েছেন অঙ্কিত তিওয়ারি। এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন নীতিশ চন্দ্র।
কমল আর খানের প্রচার করছেন অমিতাভ, এই বিষয়টি এখনও বিশ্বাস করতে চাইছেন না নেটিজেনরা। আঁখো দেখি হালের পরেও অমিতাভের উদ্দেশ্যে এক নেটিজেনের ক্ষুব্ধ বক্তব্য, "স্যার কী করছেন? আপনার এতটাও খারাপ সময় আসেনি যে এই কার্টুনটার প্রচার করতে হবে আপনাকে!" অন্য এক নেটব্যবহারকারী তো তাঁর বিস্ময় সরাসরি বার্তার মধ্যেই ফুটিয়ে তুলেছেন -"এক মিনিট! কী দেখলাম এটা!"
প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও কেআরকে-এর উদ্দেশ্যে নিজের সমর্থন জানিয়েছেন অমিতাভ। বছর দুই আগে কমলের আত্মজীবনীরও প্রচার সমাজমাধ্যমে করেছিলেন অমিতাভ। বর্ষীয়ান অভিনেতার সুরে সুর মিলিয়ে কেআরকে-কে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ান।
