নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় এখন আর দেখা যাচ্ছে না ‘নিম ফুলের মধু’-র 'পিকলু'কে! তবে অভিনয় ছাড়ছেন না তিনি। বরং বেছে নিচ্ছেন পথ, বদলে নিচ্ছেন গতি। ঋষভ চক্রবর্তী এখন একটু বিরতিতে। কিন্তু এই বিরতি শুধুই ‘ব্রেক’ নয়, বরং প্রস্তুতি– বড়পর্দা, ওয়েব সিরিজ আর নিজের গানের জগৎ নিয়ে এগিয়ে যেতে চাইছেন অভিনেতা।
‘নিম ফুলের মধু’, ‘পুবের ময়না’, ‘অনুরাগের ছোঁয়া’— একের পর এক ধারাবাহিকে নজর কেড়েছেন তিনি। কিন্তু এখন আর টেলিভিশনের নিয়মিত মুখ নন ঋষভ। প্রশ্ন উঠতেই তিনি নিজেই বললেন, “এই মুহূর্তে ছোট পর্দা থেকে কিছুদিনের বিরতি নিয়েছি। ইচ্ছে আছে বড়পর্দা আর ওয়েব সিরিজে মন দেওয়ার। তবে চরিত্র ভাল হলে আবার নিশ্চয়ই ফিরব।”
এই মুহূর্তে অভিনেতা ব্যস্ত রাহুল মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ ‘খানিকটা প্রেমের মত’ নিয়ে, যেখানে তাঁকে দেখা যাবে এক টক্সিক প্রেমিকের চরিত্রে— একেবারে অন্য রকম! “এর আগে এমন চরিত্র করিনি,” জানালেন ঋষভ, “এই নতুন ধাঁচটা এক্সপ্লোর করাটা আমার জন্য বেশ চ্যালেঞ্জিং।”
শুধু অভিনয়ই নয়, নিজের গানের চর্চাও চালিয়ে যাচ্ছেন ঋষভ। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে তাঁর একটি মিউজিক ভিডিও। অভিনয়-গান— দুই জগতে নিজের পরিচিতি গড়ে তুলতে চাইছেন তিনি। আর সেই পথেই বাড়ছে তাঁর পছন্দের তালিকা, বাড়ছে সংযমও। এখন আর যেকোনও চরিত্রে রাজি নন, চরিত্র বাছাইয়ে বেশ মনোযোগী ঋষভ।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর বড় পর্দার ছবি ‘রাস’। এর আগে দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তিনি। দর্শকমহলে তাঁর অভিনয় যেমন প্রশংসিত, তেমনি ‘নিম ফুলের মধু’-র 'পিকলু-বর্ষা' জুটিও পেয়েছে দর্শকের ভালবাসা।
সব মিলিয়ে এখন একটু থেমে নতুনভাবে ছুটতে চাইছেন ঋষভ— গান, ওয়েব, সিনেমা— সব কিছুতেই নিজেকে খুঁজে পেতে চাইছেন আরও গভীরে। ছোটপর্দায় ফেরা হবে, তবে এবার সে ফেরা নিজের পছন্দের চরিত্র নিয়ে।
