টুইঙ্কল খান্না এবং কাজলের চ্যাট শো ‘টু মাচ’–এর একটি পর্বে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন আমির খান। জানিয়েছেন,  প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি যে কঠিন সময়টা পার করেছেন, তা সহজ ছিল না মোটেই। তিনি জানান, প্রায় চার বছর সময় লেগেছিল নিজের মনকে সেই বিচ্ছেদের আঘাত থেকে পুনরায় স্থিতিশীল করতে। রীনার পর কিরণের সঙ্গে ঘর বাঁধেন আমির। কিন্তু শেষমেশ সেই সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালে বিচ্ছেদঘোষণা করেন তাঁরা। দু’বার বিচ্ছেদ মানসিক ভাবে ভেঙে দেয় আমিরকে। সেই অভিজ্ঞতাকে ‘ট্রম্যাটিক’ বলে বর্ণনা করেছেন তিনি।

শোয়ে তাঁর রোমান্টিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করার সময় টুইঙ্কল বলেন, “আমরা (টুইঙ্কল এবং অক্ষয়) অনেক দিন ধরে একসঙ্গে আছি, আর এখন আমরা তোমার জীবনের নতুন অধ্যায়ের মাধ্যমে নতুন করে সব কিছুর আমেজ উপভোগ করছি। ৬০ বছর বয়সেও তোমার রোম্যান্স এখনও ফুটছে।”

আমির বলেন, “এটি নিয়ে দু’টি দৃষ্টিভঙ্গি আছে। তোমরা কেউ আমার মতো ট্রম্যাটিক ব্রেকআপের মুখোমুখি হয়নি। আমি রীনা এবং কিরণের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলাম। ঠিক বলতে গেলে, ‘ছিলাম’ বলা সঠিক নয়। আমি এখনও রীনা এবং কিরণের সঙ্গে খুব ঘনিষ্ঠ। যখন তুমি কারও সঙ্গে এত দীর্ঘ সময়—যেমন ১৬ বছর জীবন কাটাও, তখন এমনই হয়… রীনা এবং আমি একসঙ্গে বড় হয়েছি।”

তিনি আরও যোগ করেন, “যখন কোনও সম্পর্কের জন্য অনেক কিছু তুমি সহ্য করো এবং তা সফল হয় না, তা খুব কষ্ট দেয়। সেই থেকে নিজেকে সুস্থ করতে সময় লাগে। আমার চার বছর লেগেছিল পুনরায় এগোতে। এটা এমন একটা অভিজ্ঞতা, যা তোমরা কেউ মোকাবিলা করোনি।”

দু’বার বিয়ে করেন আমির খান। ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ বন নায়ক। তাঁদের দুই সন্তান জুনেদ এবং ইরা। ২০০২ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা। তাঁদের একটি ছেলে—আজাদ। ২০২১ সালে আমির এবং কিরণ তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। তবে তাঁরা এখনও সন্তানকে যৌথভাবে লালন-পালন করছেন। দুই স্ত্রীর সঙ্গেই এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আমির। কন্যা ইরার বিয়েতে দুই প্রাক্তন স্ত্রীকে নিয়েই আনন্দে মেতে উঠেছিলেন অভিনেতা।

নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সবার সামনে নিয়ে এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে বিয়ে প্রসঙ্গে আমির বলেন, “আমরা যে সম্পর্কে আছি, তা তো সবাই মোটামুটি এখন জানেই। একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আমাদের এক করে দিয়েছে। বিয়ে তো একটা নিয়ম মাত্র। মনে মনে বিশ্বাস করি, গৌরী ও আমি এখন বিবাহিত। তাই ভবিষ্যতে আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেব কিনা, তা নিয়ে এখনও ভাবিনি।"