সংবাদ সংস্থা মুম্বই: কাস্টিং নিয়ে দোলাচল নতুন কিছু নয়, কিন্তু কিছু ছবি যত গড়ায়, ততই বোঝা যায় তার ভবিষ্যৎ কী হতে চলেছে। মুম্বইয়ের ২৬/১১ সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলায় সরকারি কৌঁসুলি ছিলেন আইনজীবী উজ্জ্বল নিকম। ২০২৪-এ বিজেপি প্রার্থী হিসাবে কংগ্রেসের বর্ষা গায়কোয়াড়ের বিরুদ্ধে নির্বাচনে লড়েছিলেন উজ্জ্বল নিকম। তাঁর বায়োপিক নিয়ে গত বেশ কিছুদিন যাবৎ চলছিল একটা টানাপড়েন—যেখানে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু শেষমেশ সব জল্পনায় জল ঢেলে, এই প্রজেক্ট থেকে নাকি একরকম সরে দাঁড়িয়েছেন আমির।
সূত্রের খবর, উজ্জ্বল নিকমের চরিত্রে আমির খানকে নেওয়ার কথা চলছিল অনেকদিন ধরেই। কিন্তু একাধিক বৈঠক, আলোচনা আর অপেক্ষার পর, অবশেষে আমির এই ছবিতে না বললেন প্রযোজক দীনেশ ভিজনকে। ছবির চিত্রনাট্য নিয়ে তাঁর কোনও আপত্তি ছিল না। বরং, এত গুরুত্বপূর্ণ আর সিরিয়াস একটা চরিত্রের জন্য যথেষ্ট সময় বের করাটা সম্ভব হচ্ছিল না তাঁর পক্ষে। তাই নাকি আমির ও তাঁর টিম এই সিদ্ধান্ত নেন। সূত্র আরও জানাচ্ছে, “ম্যাডক ফিল্মস এখন নতুন মুখের খোঁজে নেমেছে—যিনি উজ্জ্বল নিকমের চরিত্রে মানানসই হবেন। তাহলে কে হবেন সেই ‘নতুন নিকম’? এখন সেদিকেই তাকিয়ে টিনসেল টাউন।
উল্লেখ্য, উজ্জ্বল নিকম দেশের অন্যতম হাই-প্রোফাইল সরকারি কৌঁসুলি গুলশন কুমার হত্যাকাণ্ড, ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ-সহ বহু হাই-ভোল্টেজ মামলায় তিনি ছিলেন সরকারের মুখপাত্র। ২০২৩ সালে প্রথম শোনা গিয়েছিল, আমির খানকে প্রস্তাব দেওয়া হয়েছে এই আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য। যদিও আমিরকে কখনও এমন হাই-ইন্টেন্সিটি উকিলের চরিত্রে দেখা যায়নি, তাই এই ছবি নিয়ে আমির-ভক্তদের কৌতূহল ছিল তুঙ্গে।
এই মুহূর্তে এই প্রজেক্ট জিইয়ে থাকলেও তার নামভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়েই আপাতত বাড়ছে আগ্রহ।
