সংবাদসংস্থা মুম্বই: এ আর রহমানের সঙ্গে সায়রা বানুর বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘ ২৯ বছরের বিবাহিত জীবনে এবার বিচ্ছেদের পথে হেঁটেছেন রহমান-সায়রা। একই সঙ্গে রহমানের গানের দলের সদস্য, গিটারিস্ট মোহিনী দের বিয়ে ভাঙায় রহমানের সঙ্গে তাঁর প্রেমচর্চাও শুরু হয়। অবশেষে গোটা ঘটনায় মুখ খুললেন রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু।
সায়রা বানু, সম্প্রতি বিবৃতি দিয়ে জানিয়েছেন গত কয়েক মাস ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি এই মুহূর্তে চেন্নাইতে নেই। কিন্তু রহমানকে কটুক্তি না করতে অনুরোধ করেছেন তিনি। রহমানকে একজন রত্ন, বিশ্বের সেরা মানুষ বলেও অভিহিত করেন সায়রা।
তিনি বলেন, "গত কয়েক মাস ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু আমি ইউটিউবারদের ও দক্ষিণী সংবাদমাধ্যমকে অনুরোধ করব, দয়া করে ওঁর নামে খারাপ কথা রটাবেন না। উনি একজন রত্ন, বিশ্বের শ্রেষ্ঠ মানুষ। কিছু শারীরিক সমস্যার কারণে আমাকে চেন্নাই ছাড়তে হয়েছে। এই মুহূর্তে মুম্বইতে চিকিৎসাধীন আছি। চেন্নাইয়ে রহমানের ব্যস্ততার কারণে আমার চিকিৎসা সম্ভব হত না এবং আমি কাউকে বিরক্ত করতে চাইনি, না আমার সন্তান না রহমানকে, তাই একাই মুম্বই এসেছি।"
সায়রা আরও বলেন, "রহমান খুব ভাল মানুষ। আমি অনুরোধ করব দয়া করে ওকে ওঁর মতো থাকতে দিন। এই বিচ্ছেদের সঙ্গে অন্য কোনওকিছুর কোনও সম্পর্ক নেই। ওঁর কোনও দোষই নেই। আমি ওকে আমার জীবন দিয়ে বিশ্বাস করি। আমি ওকে কতটা ভালবাসি, সেটাই বড় কথা। তাই আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে ওঁর বিরুদ্ধে অযথা মিথ্যা অভিযোগ আনা বন্ধ করুন। আমার আন্তরিক অনুরোধ আমাদের দয়া করে একটু একা ছেড়ে দিন।"
