নিজস্ব সংবাদদাতা: বর্ণালী মুখার্জির কথা ও সুরে আসতে চলেছে নতুন মিউজিক ভিডিও। যার হাত ধরে অনেক দিন পরে ক্যামেরার সামনে ফিরছেন অভিনেত্রী রাজন্যা হালদার ও অভিনেতা সায়ক চক্রবর্তী। 'মুসিকেল' শিরোনামে অ্যালবামটি মুক্তি পাবে আগামী ২৬ জুলাই ২০২৪।
প্রেমের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে বকখালিতে। পরিচালক পূবালী মিত্র এবং অর্ঘ্যজিৎ দত্তর ভাবনাকে ফ্রেমবন্দি করতে পাশে ছিল এম এম ফিল্মস অ্যান্ড প্রোডাকশন।
বর্ষার এই মরশুমে জমে যাবে রাজন্যা ও সায়কের কেমিস্ট্রি। দর্শকের জন্য এই ভিডিও একটি দারুন ভিজ্যুয়াল হতে চলেছে, দাবি পরিচালকের। তাঁর কথায়, '' প্রথম বার রাজন্যা ও সায়কের সঙ্গে কাজ করে খুবই ভাল লাগলো। এই বৃষ্টির সময় এমন একটা ফ্রেশ জুটির রোমান্টিক গান, বকখালির মত দুর্দান্ত লোকেশন দর্শকদের ভরপুর বিনোদন জোগাবে।''
আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় সায়ক ও রাজন্যার সঙ্গে। দু'জনের গলায় আনন্দের সুর। সায়ক সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। অসংখ্য ফলোয়ার্স তাঁর। টেলিভিশনের পরিচিত মুখ তিনি। 'কাদম্বিনী', 'অগ্নিশিখা', 'সাঁঝের বাতি' -একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজকাল ডট ইন এর প্রশ্নে জানালেন, খুব মজা করে কাজ করেছেন গোটা টিম মিলে। সায়কের কথায়, ''ক্যামেরার সামনে একেবারে অন্য মানুষ রাজন্যা। খুব কোয়াপারেটিভ। আনন্দ করে কাজ করেছি।''
রাজন্যার কথায়, ''শুটিংয়ের দিনে বেশ মেঘলা ছিল বকখালি। আমাদের এই ভিডিওর থিম প্রেমের প্রথম পর্যায়। পূর্বরাগ। প্রকৃতির সঙ্গে ভিডিওর থিম মিলেমিশে গিয়েছে। তবে শুটিং করতে গিয়ে কোনও অসুবিধা হয়নি। খুব ভাল টিম।''
প্রেমের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে বকখালিতে। পরিচালক পূবালী মিত্র এবং অর্ঘ্যজিৎ দত্তর ভাবনাকে ফ্রেমবন্দি করতে পাশে ছিল এম এম ফিল্মস অ্যান্ড প্রোডাকশন।
বর্ষার এই মরশুমে জমে যাবে রাজন্যা ও সায়কের কেমিস্ট্রি। দর্শকের জন্য এই ভিডিও একটি দারুন ভিজ্যুয়াল হতে চলেছে, দাবি পরিচালকের। তাঁর কথায়, '' প্রথম বার রাজন্যা ও সায়কের সঙ্গে কাজ করে খুবই ভাল লাগলো। এই বৃষ্টির সময় এমন একটা ফ্রেশ জুটির রোমান্টিক গান, বকখালির মত দুর্দান্ত লোকেশন দর্শকদের ভরপুর বিনোদন জোগাবে।''
আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় সায়ক ও রাজন্যার সঙ্গে। দু'জনের গলায় আনন্দের সুর। সায়ক সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। অসংখ্য ফলোয়ার্স তাঁর। টেলিভিশনের পরিচিত মুখ তিনি। 'কাদম্বিনী', 'অগ্নিশিখা', 'সাঁঝের বাতি' -একাধিক ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজকাল ডট ইন এর প্রশ্নে জানালেন, খুব মজা করে কাজ করেছেন গোটা টিম মিলে। সায়কের কথায়, ''ক্যামেরার সামনে একেবারে অন্য মানুষ রাজন্যা। খুব কোয়াপারেটিভ। আনন্দ করে কাজ করেছি।''
রাজন্যার কথায়, ''শুটিংয়ের দিনে বেশ মেঘলা ছিল বকখালি। আমাদের এই ভিডিওর থিম প্রেমের প্রথম পর্যায়। পূর্বরাগ। প্রকৃতির সঙ্গে ভিডিওর থিম মিলেমিশে গিয়েছে। তবে শুটিং করতে গিয়ে কোনও অসুবিধা হয়নি। খুব ভাল টিম।''
