সংবাদ সংস্থা মুম্বই: রণবীর সিংহের ৪০তম জন্মদিনে মুক্তি পেল তাঁর নতুন ছবি ‘ধুরন্ধর’-এর প্রথম ঝলক। তেজি অ্যাকশন, গা শিরশিরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর দাপুটে লুক—সব মিলিয়ে ট্রেলারে তুমুল উত্তেজনা। কিন্তু এই উত্তেজনার মাঝেই এক বিষফোঁড়া হয়ে উঠল নায়িকার বয়স! রণবীরের বিপরীতে রয়েছেন মাত্র ২০ বছরের অভিনেত্রী সারা অর্জুন। তাঁর বয়স, আর রণবীরের সঙ্গে ২০ বছরের পার্থক্য—এই নিয়েই গোটা নেটপাড়া জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

 

 

অনেকেই মন্তব্য করেছেন, “ট্রেলার ভালো লেগেছে, কিন্তু এই বেমানান জুটি পুরো বিষয়টা অস্বস্তিকর করে তুলেছে।” "মেয়েটির বয়স মাত্র ২০ আর রণবীরের ৪০… ভাবলেই অস্বস্তি লাগে না?" — এমন প্রশ্নে এক্স (Twitter), ফেসবুক ভরে উঠেছে। আরেকজন লিখেছেন, “প্রেমিকের থেকে বেশি মেয়েটির কাকু লাগছে রণবীরকে!” কেউ বা এই বলেও মন্তব্য করতে ছাড়েননি -“ এ বাবা, দয়া করে বলবেন না রণবীর আর সারা রোম্যান্টিক জুটি!” তবে নজর কেড়েছে এক নেটিজেনদের মন্তব্য, “আবার...আবার! সেই ৪০ বছর বয়স্ক এক নায়কের বিপরীতে এক ২০ বছরের নায়িকাকে ফিট করা হল...বলিউডের কি কোনওদিন শিক্ষা হবে না?”

 

‘ধুরন্ধর’-এর গল্প এখনো খোলসা হয়নি। অনেকে আশা করছেন, এই জুটি হয়তো মিশনের অংশ, রোম্যান্সের নয়। তবুও, বলিউডের পুরনো ট্রেন্ড মাথায় রেখে দর্শকের ভয়  —  আবারও কি ‘দিগুণ বয়সের নায়ক–কিশোরী নায়িকা’র প্রেমকাহিনি আসছে?

 

এ ছবির নির্দেশনা ও প্রযোজনায় রয়েছেন আদিত্য ধর, যিনি উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক– এর জন্য খ্যাত। শোনা যাচ্ছে, ছবিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল–এর জীবন অবলম্বনে তৈরি। ফলে ছবির থিম হতে পারে এক উচ্চঝুঁকিপূর্ণ গোপন মিশন, যেখানে রণবীর ও সারা হয়তো দু’টি আলাদা স্তরের চরিত্রে অভিনয় করছেন। কিন্তু যতক্ষণ না নির্মাতারা স্পষ্ট করছেন চরিত্রের সম্পর্কের ধরন, ততক্ষণ এই বয়সের ফারাক ঘিরে বিতর্কের আগুন ঠাণ্ডা হওয়ার নয়।

 

রণবীর সিংহ, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, আর মাধবন, অক্ষয় খন্না ও অর্জুন রামপাল—সবাই একসঙ্গে রয়েছেন এই ছবিতে। ধুরন্ধর মুক্তি পাবে ডিসেম্বর ৫, ২০২৫, এবং এ ছবির বক্স-অফিস প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে প্রভাসের 'দ্য রাজাসাহেব'।