আজকাল ওয়েবডেস্ক: পোস্ট অফিস এমন একটি জায়গা যেখান থেকে সকলে প্রতি মাসে নিশ্চিত আয় পেতে পারেন। অনেকেই হয়তো জানেন না এই ধরণের স্কিম সম্পর্কে। তবে যদি জানা থাকে তাহলে আপনি অতি সহজে মোটা টাকা পেতে পারেন প্রতি মাসে। পোস্ট অফিসে গিয়ে যদি একবার জেনে নেন তাহলে এই ধরণের স্কিম নিয়ে সমস্ত তথ্য পেতে পারেন।


পোস্ট অফিসে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। যারা প্রবীণ ব্যক্তি তারা অতি সহজে এখান থেকে টাকা পেতে পারেন। অবসরের পর এই টাকা অনেক বেশি কার্যকরী হতে পারে আপনার জীবনে। এখানে যদি টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে পোস্ট অফিসে সেই টাকা সুরক্ষিত থাকবে। পাশাপাশি সেখান থেকে ভাল আয় হবে প্রতিটি মাসে।


সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদের হার রয়েছে ৮.২ শতাংশ। এখানে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। যদি এই পরিমান টাকা এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে প্রতি বছরে ২ লক্ষ ৪৬ হাজার টাকা সুদ হিসাবে পেতে পারেন। যদি এই টাকা ১২ মাস দিয়ে আপনি ভাগ করে নেন তাহলে দেখতে পারবেন প্রতি মাসে আপনি শুধু সুদ হিসাবে হাতে পাবেন ২০ হাজার ৫০০ টাকা।

 


এখানে আগে সর্বোচ্চ টাকা রাখার সীমা ছিল ১৫ লক্ষ। তবে তাকে বাড়িয়ে বর্তমানে ৩০ লক্ষ করা হয়েছে। এখানে ম্যাচুরিটির সময় রয়েছে ৫ বছর। তারপর যদি আপনি মনে করেন তাহলে সেখান থেকে ৩ বছর আরও বাড়াতে পারেন। 


যেসব ভারতীয়র বয়স ৬০ বছর বা তার থেকে বেশি তারা অতি সহজেই এখানে বিনিয়োগ করতে পারেন। তবে যদি কেউ ৫৫ বছরে অবসর গ্রহণ করেন তাহলে তিনিও সেখান থেকে এখানে বিনিয়োগ করতে পারেন। এখানে কর ছাড়ের খানিকটা বিষয়ও রয়েছে। এখানে বিনিয়োগ করলে প্রতি মাসে নিশ্চিত সুদের টাকা পাবেন। সেখান থেকে নিজের বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবেন।