আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি ৬.৫ বছরেরও বেশি সময় ধরে কোনও প্রতিষ্ঠানে কাজ করে থাকেন। তাহলে আপনি গ্র্যাচুইটি পাওয়ার জন্য যোগ্য হতে পারেন পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী। এই গাইডে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে শেষ বেতন ৪০,০০০, ৬০,০০০ এবং ৮০,০০০ হলে গ্র্যাচুইটি হিসাব করা হয় সরকারী সূত্র অনুযায়ী। এখানে আপনি জানতে পারবেন যোগ্যতার নিয়ম, খণ্ডকালীন বছরের রাউন্ডিং কিভাবে হয়। ২০ লাখ পর্যন্ত ট্যাক্স ছাড়ের নিয়ম কী হবে সেটাও দেখে নিতে হবে।


গ্র্যাচুইটি একটি গুরুত্বপূর্ণ অবসরকালীন সুবিধা যা আপনার আর্থিক পরিকল্পনাকে শক্তিশালী করে এবং চাকরি পরিবর্তন বা চাকরিজীবনের পরবর্তী সময়ে একটি আর্থিক নিরাপত্তা প্রদান করে।

আরও পড়ুন:  নিজের টাকা হবে দ্বিগুণ, শুধু মানতে হবে এই সূত্র, তাহলেই কেল্লাফতে


যোগ্যতার শর্ত: যদি কোনও কর্মী একটানা ৫ বছর একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ জন কর্মী থাকেন। তাহলে তিনি গ্র্যাচুইটির জন্য যোগ্য হন পেমেন্ট অব গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২ অনুযায়ী।
যেসব ক্ষেত্রে গ্র্যাচুইটি প্রাপ্য:
অবসর গ্রহণ 
৫ বছর চাকরির পর ইস্তফা 
সুপারঅ্যানুয়েশন 
মৃত্যু বা স্থায়ী প্রতিবন্ধকতা 


আংশিক বছরের রাউন্ডিং: যদি আপনার চাকরির মেয়াদ ৬ মাসের বেশি হয়, তাহলে সেটিকে পরবর্তী পূর্ণ বছরে রাউন্ড করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় ৬ বছর ৭ মাস চাকরি করলে সেটি ৭ বছর ধরা হবে গ্র্যাচুইটি হিসাব করার সময়।


গ্র্যাচুইটি হিসাবের ফর্মুলা:
গ্র্যাচুইটি = (শেষ বেতন × চাকরির বছর × ১৫) ÷ ২৬
১৫ = ১৫ দিনের বেতন
২৬ = এক মাসে গড় কাজের দিন
উদাহরণ (রাউন্ড করা ৭ বছর ধরে):
৪০,০০০ বেতন:
=(৪০,০০০ × ৭ × ১৫) ÷ ২৬
= ১,৬১,৫৩৮
৬০,০০০ বেতন:
=(৬০,০০০ × ৭ × ১৫) ÷ ২৬
= ২,৪২,৩০৮
৮০,০০০ বেতন:
=(৮০,০০০ × ৭ × ১৫) ÷ ২৬
= ৩,২৩,০৭৭


ট্যাক্স ছাড়:
বর্তমান আয়কর বিধি অনুযায়ী ২০ লাখ পর্যন্ত গ্র্যাচুইটি করমুক্ত। এর বেশি যেকোনও পরিমাণ আয়করযোগ্য হবে।


নিজের গ্র্যাচুইটি যদি সঠিকভাবে আপনি হিসেব করে নিতে পারেন তাহলে সেখান থেকে আপনার লাভ বেশি হবে। অনেকেই বর্তমানে জানেন না নিজের এই সুবিধা সম্পর্কে। তাই তারা এবিষয়ে নিজের কর্মস্থলে গিয়ে কোনও প্রশ্ন করতে পারেন না। তবে যদি আপনার সমস্ত কিছু সঠিকভাবে জানা থাকে তাহলে সেখানে সেইমতো এবিষয়ে সবকিছু বুঝে নিতে পারবেন।


এখানে একটি হিসেব তুলে ধরে হয়েছে। সেখান থেকে আপনি নিজের বেতন হিসেব করে নিতে পারবেন। সেইমতো আপনি সহজেই জানতে পারবেন কত টাকা আপনার গ্র্যাচুইটি হতে পারে। পাশাপাশি আপনি এবিষয়ে যে কেন্দ্রীয় নীতি রয়েছে সেটিও ভাল করে দেখে নিতে পারেন।