আজকাল ওয়েবডেস্ক:  কেন্দ্রীয় সরকারের বিত্ত পরিষেবা বিভাগের সচিব এম. নাগারাজু মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ভারত সরকার ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত আপডেট আনতে চলেছে। এই নতুন পদক্ষেপের লক্ষ্য হল লেনদেন যাচাই প্রক্রিয়া আরও নিরাপদ ও সহজ করা, যাতে ব্যবহারকারীরা আরও দ্রুত ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারেন।


নতুন ব্যবস্থায় সরকার ফিঙ্গারপ্রিন্ট ও মুখের চেহারাভিত্তিক যাচাইকরণ ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। এর ফলে ব্যবহারকারীদের আর UPI পিন ম্যানুয়ালি প্রবেশ করাতে হবে না। অর্থাৎ, এটি হবে একেবারে পিন-মুক্ত লেনদেন পদ্ধতি।


ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন যাচাইকরণ: নতুন আপডেট কার্যকর হলে ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসের বায়োমেট্রিক সেন্সর বা ফেস আইডি ব্যবহার করে সরাসরি লেনদেন অনুমোদন করতে পারবেন। এটি বর্তমানে ব্যবহৃত পিন প্রবেশ করানোর প্রক্রিয়ার বিকল্প হিসেবে কাজ করবে।


পিন-মুক্ত লেনদেন: বিত্ত পরিষেবা সচিব এম. নাগারাজু জানান, নতুন ব্যবস্থায় পিন টাইপ করার প্রয়োজন সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে, ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত ও সুবিধাজনকভাবে টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন: কতবার বড় আঘাত থেকে রক্ষা পাচ্ছে আমাদের পৃথিবী, জানলে চোখ কপালে উঠবে


লেনদেনের সীমা: যদিও ব্যবহারকারীরা বায়োমেট্রিক পদ্ধতিতে অর্থ স্থানান্তর করতে পারবেন, তবে প্রতিদিনের মোট লেনদেনের সীমা নির্ধারিত থাকবে সর্বাধিক ৫,০০০ টাকার মধ্যে। এই সীমা পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা দ্বারা নির্ধারণ করা হবে।


পিন সেট বা রিসেট প্রক্রিয়া: এখন পর্যন্ত পিন সেট বা রিসেট করতে হলে ব্যবহারকারীদের ডেবিট কার্ডের বিবরণ দিতে হয় বা আধার ভিত্তিক OTP যাচাই সম্পন্ন করতে হয়। কিন্তু নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা আধার-ভিত্তিক মুখের যাচাইকরণ ব্যবহার করে নিজেদের UPI অ্যাপে সরাসরি পিন সেট বা রিসেট করতে পারবেন।


নিরাপত্তা ব্যবস্থা: নতুন আপডেটে লেনদেনকে শুধু সহজ নয়, বরং আরও নিরাপদ করা হচ্ছে। প্রতিটি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস রিকগনিশন ভিত্তিক লেনদেন সংশ্লিষ্ট ইস্যুয়িং ব্যাংক দ্বারা ক্রিপ্টোগ্রাফিক যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত হবে, যাতে কোনো অননুমোদিত প্রবেশ বা জালিয়াতি সম্ভব না হয়।


ব্যবহারকারীর সম্মতি বা কনসেন্ট: ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রতিটি ডিভাইস পরিবর্তনের পর নতুন করে ব্যবহারকারীর অনুমতি নিতে হবে, তারপরেই সেই ডিভাইসে বায়োমেট্রিক যাচাই সক্রিয় করা যাবে। অর্থাৎ, ডিভাইস পরিবর্তন মানেই নতুনভাবে অনুমোদন প্রয়োজন।


বায়োমেট্রিক ও পিন সংযোগ: যদি কোনও ব্যবহারকারী তাদের UPI পিন পরিবর্তন করেন বা রিসেট করেন, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সেই ব্যবহারকারীর সমস্ত বায়োমেট্রিক যাচাইকরণ বৈশিষ্ট্য অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে হবে, যাতে নিরাপত্তা বজায় থাকে।


এমপিসিআই-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর ২০২৫-এ ভারতে মোট ১৯.৬৩ বিলিয়ন UPI লেনদেন সম্পন্ন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় ২৪.৯ ট্রিলিয়ন। যদিও মাসওয়ারি ভিত্তিতে লেনদেনের পরিমাণ ১.৯% কমেছে, তবে বছরওয়ারি বৃদ্ধির হার ৩১%। অগাস্ট ২০২৫-এ লেনদেনের মোট মূল্য ছিল ২৪.৮৫ ট্রিলিয়ন।


এই আপডেট কার্যত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেই নির্দেশনারই পরবর্তী ধাপ, যেখানে সব ধরনের ডিজিটাল লেনদেনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে এবং SMS-ভিত্তিক OTP-এর বিকল্প হিসেবে আরও উন্নত যাচাইকরণ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপ ভারতের ডিজিটাল পেমেন্ট কাঠামোকে আরও আধুনিক, নিরাপদ এবং ব্যবহারবান্ধব করে তুলবে যা ভবিষ্যতের ক্যাশলেস ইকোনমি গঠনের দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।