আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের শেষ নাগাদ সারা দেশে QR কোড-নির্ভর ই-আধার চালু করতে চলেছে UIDAI। ভারতীয় বিশেষ সনাক্তকরণ কর্তৃপক্ষ (UIDAI) ২০২৫ সালের শেষ নাগাদ সারা দেশে একটি QR কোড-সক্ষম ই-আধার ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। এই উদ্যোগের ফলে আধারধারীরা ডিজিটালভাবে তাদের পরিচয় যাচাই করতে পারবেন, ফলে আর আধার কার্ডের ফটোকপি বহন বা জমা দেওয়ার প্রয়োজন হবে না।
 
 UIDAI-এর সিইও ভূবনেশ কুমার নিশ্চিত করেছেন যে, বর্তমানে ব্যবহৃত এক লক্ষ আধার যাচাইকরণ যন্ত্রের মধ্যে প্রায় ২,০০০টি ইতিমধ্যেই QR ভিত্তিক সিস্টেম সমর্থন করার জন্য আপগ্রেড করা হয়েছে। একবার এটি পুরোপুরি চালু হলে, পরিচয় যাচাইকরণ শুধুমাত্র QR কোড স্ক্যানের মাধ্যমেই সম্ভব হবে, যা ব্যক্তি ও পরিষেবা প্রদানকারীদের উভয়ের জন্য প্রক্রিয়াটি আরও সহজ ও দ্রুত করবে।
 
 QR আপগ্রেডের পাশাপাশি, UIDAI একটি আধার মোবাইল অ্যাপ চালু করার পরিকল্পনাও করছে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ ইত্যাদি বেশিরভাগ ব্যক্তিগত তথ্য স্মার্টফোন থেকেই পরিবর্তন করতে পারবেন। ফলে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে পরিবর্তনের প্রয়োজন অনেকটাই কমে যাবে।
আরও পড়ুন: কথার যুদ্ধে জিততে হলে আপনাকে এই বইগুলি পড়তেই হবে, তারপরই কেল্লাফতে
 
 ২০২৫ সালের নভেম্বর থেকে, শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণ (যেমন আঙুলের ছাপ ও চোখের আইরিস স্ক্যান) সংক্রান্ত কাজে এনরোলমেন্ট সেন্টারে ব্যক্তিগতভাবে যেতে হবে। অন্যান্য সব কাজই এই অ্যাপের মাধ্যমে ডিজিটালভাবে করা যাবে যা পুরো প্রক্রিয়াকে কাগজহীন ও অনেক বেশি সুবিধাজনক করে তুলবে।
 
 এই নতুন ব্যবস্থার আওতায়, ব্যবহারকারীর প্রমাণীকৃত তথ্য সরাসরি সরকারি ডেটাবেস থেকে টানা হবে, যার মধ্যে রয়েছে: জন্মসনদ, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (রেশন কার্ড), মনরেগা রেকর্ড এবং ঠিকানা যাচাইকরণের জন্য বিদ্যুৎ বিলের তথ্য।
 
 UIDAI-এর লক্ষ্য হল পরিচয় জালিয়াতির ঝুঁকি কমানো এবং নিশ্চিত করা যে, এক বিলিয়নেরও বেশি আধারধারীর জন্য পরিচয় যাচাই পদ্ধতি নিরাপদ ও সহজলভ্য হয়। QR কোড যাচাইকরণ পদ্ধতি ইতিমধ্যেই সাব-রেজিস্ট্রার অফিস এবং হসপিটালিটি খাতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে, একটি নিরাপদ পরিচয় নিশ্চিতকরণ টুল হিসেবে। এই ব্যবস্থা গোপনীয়তা রক্ষার সুরক্ষা নীতির সঙ্গে কাজ করবে, যাতে ব্যবহারকারীর স্পষ্ট সম্মতি ছাড়া ব্যক্তিগত তথ্য কোথাও শেয়ার না হয়।

 
 অন্যদিকে, UIDAI কেন্দ্রীয় ও রাজ্য শিক্ষা বোর্ডগুলির (যেমন CBSE) সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বায়োমেট্রিক এনরোলমেন্ট ড্রাইভ পরিচালনার পরিকল্পনা করছে। ৫ থেকে ৭ বছর এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক হালনাগাদের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তাদের আধার তথ্য সর্বদা আপডেট থাকে।
 
 এই ব্যবস্থার ফলে আধার ব্যবস্থা যে আরও ভাল হবে তা বলার অপেক্ষা রাখে না। এই ব্যবস্থা করা হলে সেখান থেকে আধার নিয়ে জটিলতা থাকবে না বলে মনে করা হচ্ছে। সরকার আধার নিয়ে যাতে সমস্ত ধরণের জটিলতার সমাধান করা যায় সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে বলেই খবর মিলেছে। 
